বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রতি বছরের মতোই এই বছরও স্যামসাং বাজারে তাদের প্রিমিয়াম ফোল্ডেবলস্মার্টফোন লঞ্চ করতে পারে। এতদিন কোম্পানিকে ফোল্ড ও ফ্লিপ ফোন লঞ্চ করতে দেখা গেছে। এবার কোম্পানি Samsung Galaxy Z Fold 6 Ultra বাজারে আনবে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি নতুন রিপোর্টে এই ফোনের মডেল নাম্বার জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।
Samsung Galaxy Z Fold 6 Ultra ফোনের ডিটেইলস (লিক) : গ্যালাক্সিক্লাব আপকামিং Samsung Galaxy Z Fold 6 Ultra ফোনের নতুন লিক শেয়ার করেছে।
এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই মডেল নাম্বার নতুন “ফোল্ড” সিরিজের “আলট্রা” মডেলের হতে পারে।
এই মডেল নাম্বারটি হল SM-F958। এই নাম্বারের শেষে 8 থাকার কারণে এটিকে Samsung Galaxy Z Fold 6 Ultra বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ তাদের আলট্রা মডেলের শেষে 8 সংখ্যাটি ব্যাবহার করে থাকে। যেমন Samsung Galaxy S24 Ultra ফোনের মডেল নাম্বার ছিল SM-S928। তাই এই আপকামিং ফোনটিকে ফোল্ড ফোনের আলট্রা ভার্সন মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি কোম্পানির Galaxy Z Fold 5 ফোনের মডেল নাম্বার SM-F946 ছিল এবং আগামী ভানিলা মডেল Galaxy Z Fold 6 ফোনের মডেল নাম্বার SM-F956 হবে বলে আশা করা হচ্ছে।
সব দিক থেকেই মনে করা হচ্ছে এই লিক সঠিক হতে পারে বলে আশা করা হচ্ছে।
Galaxy Z Fold 6 এবং অন্যান্য লঞ্চ টাইমলাইন (সম্ভাব্য) : স্যামসাং তাদের নতুন মোবাইল এই বছর জুলাইন মাসের শুরুর দিকে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে পেশ করতে পারে। এই ইভেন্টে Z Fold 6, Z Fold Ultra, Z Flip 6 এবং Galaxy Ring এর মতো বিভিন্ন প্রিমিয়াম ডিভাইস পেশ করা হতে পারে।
জানিয়ে রাখি রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি জেড ফোল্ড 6 আলট্রা ফোনটি শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার মার্কেটে সেল করা হতে পারে। লিকের মাধ্যমে ওয়েবসাইট এই ফোনের দক্ষিণ কোরিয়ার ভার্সন SM-F958N সম্পর্কে জানিয়েছে। আপাতত ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য বাজার সম্পর্কে কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।