আইফোনকে টেক্কা দিতে কী নতুন ফ্রেমের মোবাইল আনছে স্যামসাং?

আইফোন স্যামসাং

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দুই সপ্তাহও পেরোয়নি স্যামসাং তাদের বহুলপ্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোনগুলো বাজারে ছেড়েছে। আর এর মাঝেই তারা কাজ শুরু করেছে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ সিরিজ নিয়ে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের প্রথম ভাগে স্যামসাং তাদের নতুন সিরিজ বাজারে নিয়ে আসবে।

আইফোন স্যামসাং

সাধারণত প্রতিটি সিরিজের মোবাইলই একটি অন্যটি থেকে কিছুটা উন্নতমানের হয়ে থাকে। তাই গ্যালাক্সি এস২৪ সিরিজের সেটগুলো যে নতুন কিছু নিয়ে আসবে তা বোঝাই যায়। তবে সম্প্রতি টিপস্টার আইস ইউনিভার্স এক নতুন তথ্য দিয়ে উত্তেজনার পারদকে চড়িয়ে দিয়েছে।

টেক জায়ন্ট অ্যাপল তাদের নতুন আইফোন ১৫ সিরিজের ‘প্রো’ মডেলগুলোতে প্রিমিয়াম গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করবে বলে জানা যায়। কিন্তু এ তথ্য প্রকাশের পরপরই স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলটিও টাইটানিয়াম অ্যালয় ফ্রেমের সঙ্গে বাজারজাত হওয়ার খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

আইস ইউনিভার্সের দাবি অনুযায়ী, স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ আল্ট্রাকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এক ডিভাইস হিসেবে বাজারে নিয়ে আসবে যার ফ্রেমটি তৈরি হতে পারে টাইটানিয়াম অ্যালয় দ্বারা। আর এমনটি হলে এ নতুন প্রজন্মের সেটগুলো পূর্বসূরিদের তুলনায় অধিক টেকসই হবে।

তবে শুধু গ্যালাক্সি এস২৪ আল্ট্রাই নয়, এ গুজব রয়েছে স্যামসাংয়ের অন্য দু’টি মডেল ভ্যানিলা গ্যালাক্সি এস২৪ ও এস২৪ প্লাসকে ঘিরেও।

সাধারণত স্মার্টফোনগুলোর ফ্রেম তৈরি হয়ে থাকে অ্যালুমিনিয়াম দিয়ে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলটিতেও ব্যবহার করা হয়েছিল ‘আর্মোর অ্যালুমিনিয়াম’। এ অবস্থায়, স্মার্টফোনগুলোতে টাইটেনিয়ামের ব্যবহার বিরল।

পিসি ও ল্যাপটপে ধীর গতি, যে ভাবে গতি বাড়াবেন

কিন্তু অ্যাপল যদি টাইটেনিয়ামের ব্যবহার শুরুই করে দেয়, তাহলে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাংও যে পিছিয়ে থাকবে না তা বলাই যায়। যদিও সংস্থাটি থেকে এখন পর্যন্ত এ খবরটির নিশ্চয়তা দেয়া হয়নি।