বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ছিল ফোন হয়ে গেল ট্যাব.. না এখনো ম্যাজিক নয় বরং এবার এমনই ফোন আনতে চলেছে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড samsung. মোবাইলের বাজারে প্রায়ই রোজ কোন না কোন নতুন সংস্থার আত্মপ্রকাশ ঘটছে। দারুন দারুন স্পেসিফিকেশন সহ নিত্যনতুন ফোন লঞ্চ হচ্ছে বাজারে কিন্তু তারপরেও অধিকাংশ গ্রাহক ভরসা রাখেন স্যামসাংয়ের উপর। এবার এই স্যামসাং গ্রাহকদের দিতে চলেছে দারুন খবর।
Samsung আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় galaxy আনপ্যাকড ইভেন্টে তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোন GALAXY Z FOLD 5 ও GALAXY Z FLIP 5 লঞ্চের পরিকল্পনা করেছে। কোম্পানি বিশদে কিছু ঘোষণা না করলেও ইতিমধ্যে GALAXY Z FOLD 5 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট এখন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ফলত এর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে তাই দেরি না করে এই ফোনটির কিছু তথ্য দেখে নেয়া যাক।
GALAXY Z FOLD 5- জানা যাচ্ছে ফোনটি android14 এর পরিবর্তে এন্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সাথেই বাজারে আসবে। এই ফোনটির ওপর স্যামসাংয়ের নতুন ওয়ান ইউ আই ৫.১.১ কাস্টম স্ক্রিন থাকবে। ফোনে ব্যবহার করা হবে অক্টাকোর প্রসেসর, যার প্রাইম কোরের ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ, আর বাদবাকি তিনটি কোর ২.০২ গিগাহার্টেজ এবং চারটি কোর ২.৮০ গিগাহার্টজ রান করে।
প্রকাশিত রিপোর্ট থেকে আরো জানা যাচ্ছে স্যামসাং তাদের নয়া ফোল্ডেবল ফোনগুলিতে চারটি বড় অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট প্রদান করবে। GALAXY Z FOLD 5 ভ্যারিয়েন্টটি সিঙ্গেল কোর পারফরম্যান্স স্কোর মার্কিন ভেরিয়েন্ট এর তুলনায় কম।
দাম- অবশ্যই ফোনটি একটি প্রিমিয়াম রেঞ্জের ফোন হতে চলেছে। এর ৮ জিবি র ্যাম ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর সম্ভাব্য দাম ১,১৬,২৫৮ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।