বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : হাতে যদি একটি পুরনো ফোল্ডেবল স্যামসাং ফোন, ট্যাবলেট অথবা স্মার্টওয়াচ থাকে, তাহলে এখন থেকে যে কেউ নতুন ডিভাইসের মতো ফিচার উপভোগ করতে পারবেন। সম্প্রতি কোম্পানিটি ওয়ান ইউআই ৫.১.১ আপডেট ঘোষণা করেছে। স্যামসাংয়ের আধুনিক কাস্টম ইউআই সিটিং অ্যাটপ অ্যান্ড্রয়েড শিগগিরই চালু হবে। গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, ট্যাব এস ৯ সিরিজ ও ওয়াচ ৬ সিরিজ থেকে ২০২৩-এর আগের গিয়ারগুলোয় এটি আনা হচ্ছে। ফিচারগুলো স্যামসাংয়ের বেশির ভাগ ফোল্ডেবল ফোন এবং এর সাম্প্রতিক ট্যাবলেট ও স্মার্টওয়াচে সাপোর্ট করবে। খবর এনগ্যাজেট।
ওয়ান ইউআই ৫.১.১ আপডেটটি অনেক সাম্প্রতিক ডিভাইসে সাপোর্ট করবে। এজন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এটি স্যামস্যাংয়ের ফোল্ডেবল ফোনের মাধ্যমে চালু করা হবে। চলতি মাসে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৪-এ এটি চালু হবে। এরপর পর্যায়ক্রমে গ্যালাক্সি জেড ফোল্ড ৩, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩, গ্যালাক্সি জেড ফোল্ড ২ ও জেড ফ্লিপ সিরিজের অন্য ডিভাইসগুলোয় চালু হবে।
ট্যাবলেট মাল্টিটাস্কিং আপডেট আসবে গ্যালাক্সি ট্যাব এস৮, ট্যাব এস৮ প্লাস, ট্যাব এস৮ আল্ট্রা, ট্যাব এস৭, ট্যাব এস৭ প্লাস, ট্যাব এস৭ এফই, ট্যাব এস৬ লাইট, ট্যাব এ৮, ট্যাব এ৭, ট্যাব অ্যাকটিভ ৩ ও ট্যাব অ্যাকটিভ ৪ প্রোতে।
সর্বশেষ নতুন স্মার্টওয়াচ ফিচারগুলো সাপোর্ট করবে গ্যালাক্সি ওয়াচ ৫, গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো, ওয়াচ ৪ ও ওয়াচ ৪ ক্ল্যাসিক। স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন আপডেটগুলো ওয়ান ইউআই ৫.১.১ ফ্লেক্স মোড প্যানেল দেখানো ও লুকানো সহজ করবে।
কোম্পানিটি জানিয়েছে, ফ্লেক্স মোডে ফোন ভাঁজ করার সময় প্যানেলের আইকনটি স্ক্রিনে ভেসে উঠবে এবং সহজ অ্যাকসেসের অনুমতি দেবে। এতে ড্রাগ অ্যাড ড্রপ করে সহজেই মোডটির সুবিধা উপভোগ করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।