বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৪ নিয়ে জল্পনা-কল্পনা চলছে বিগত কয়েকমাস ধরেই। এবার ফোনটির কিছু তথ্য ফাঁস হয়েছে আইস ইউনিভার্স নামে একটি টুইটার একাউন্ট থেকে। খবর টেকরাডার
আইস ইউনিভার্সের দাবি, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে থাকবে ফোল্ডেবল অ্যামোলেড ৭.৬ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং ৬.২ ইঞ্চির এইচডি প্লাস অ্যামোলেড কভার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ।
ফোনের চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১। ১২ জিবি র্যামের ফোনটিতে রমের দুটি ভ্যারিয়েন্ট থাকবে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। ৪০০০ হাজার এমএএইচ ব্যাটারির ফোনটি চার্জ করতে থাকতে পারে ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। থাকবে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২।
আইস ইউনিভার্স দাবি করছে, ফোনেটিতে ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৩এক্স অপটিক্যাল জুমসহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং করতে সামনে থাকছে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা।
স্যামসাং সাধারণত আগস্টে নতুন ফোন উন্মোচন করে থাকে, তাই ফোনটির উদ্বোধনের সময় এগিয়ে আসলেই জানা যাবে এর বিস্তারিত তথ্য। এর আগে গ্যালাক্সি জেড ফোল্ড ৩ নিয়েও আইস ইউনিভার্স তথ্য প্রকাশ করেছিল, যার পুরাটাই সত্য প্রমাণিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।