বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের একাধিক স্মার্টফোনে খুব শিগগিরই অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট বন্ধ হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি ব্র্যান্ডের কিছু ডিভাইস অ্যানড্রয়েড ১৫-এর পর আর বড় ওএস আপডেট পাবে না।
স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীরা ইতিমধ্যেই ওয়ান ইউআই ৭-এর ধীরগতির রোলআউট নিয়ে হতাশ, আর তার মধ্যেই নতুন খবর এল যে কয়েকটি ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট পাওয়ার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে।
যেসব স্যামসাং গ্যালাক্সি ডিভাইস অ্যানড্রয়েড ১৫-এর পর আপডেট পাবে না
স্যামসাংয়ের বর্তমান সফটওয়্যার আপডেট পলিসি অনুযায়ী, নিচের তালিকায় থাকা ডিভাইসগুলো অ্যানড্রয়েড ১৫-এর পর আর কোনো বড় ওএস আপগ্রেড পাবে না-
Galaxy S21
Galaxy S21+
Galaxy S21 Ultra
Galaxy Z Fold 3
Galaxy Z Flip 3
Galaxy A14
Galaxy A14 5G
Galaxy M33
Galaxy M14
Galaxy M14 5G
Galaxy F14
Galaxy Tab S6 Lite (2022)
Galaxy Tab Active 4 Pro
ওয়ান ইউআই ৭.১ আপডেট এবং নিরাপত্তা প্যাচ
যদিও অ্যানড্রয়েড ১৫ এ এই ডিভাইসগুলোর শেষ ওএস আপগ্রেড, তবে কিছু সময়ের জন্য ওয়ান ইউআই ৭.১-এর মতো ইনক্রিমেন্টাল আপডেট পেতে পারে। পাশাপাশি, নিরাপত্তা প্যাচ আপডেটও নির্দিষ্ট সময় পর্যন্ত আসতে থাকবে। তবে, রিপোর্ট বলছে যে ওয়ান ইউআই ৭-এর দেরির কারণে স্যামসাং ওয়ান ইউআই ৭.১ আপডেট বাতিল করতে পারে।
যাদের ডিভাইসের ওএস আপগ্রেডের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, তাদের নতুন মডেল কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে তাড়াহুড়া করার দরকার নেই। অ্যানড্রয়েড ১৫-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৭ আপডেট সম্পূর্ণ হতে ২০২৫ সালের প্রথমার্ধ পর্যন্ত সময় লাগবে।
স্যামসাং সাধারণত অতিরিক্ত আপডেট সরবরাহ করে, তাই ওয়ান ইউআই ৮ রোলআউট পর্যন্ত অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হতে পারে।
অ্যানড্রয়েড ১৬-এর স্টেবল ভার্সন ২০২৫ সালের জুনের আশেপাশে আসবে, এবং স্যামসাং ওয়ান ইউআই ৮ রোলআউটে দেরি করতে চায় না। তাই নতুন ফোন কেনার আগে ওয়ান ইউআই ৮ আসা পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিযুক্ত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।