বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পরিবেশের কথা ভীষণভাবে ভাবছে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তাদের তৈরি ডিভাইসে প্লাস্টিকের বদলে ঠাঁই পাচ্ছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান। ২০৫০ সালের মধ্যে গ্যালাক্সি সিরিজের ফোন পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি হবে। আর এই সব উপাদানের অন্যতম হলো মাছ ধরার বাতিল জাল। খবর কোরিয়া হেরাল্ড।
এরই মধ্যে স্যামসাংয়ের বেশ কয়েকটি মডেলে প্লাস্টিক বাদ দিয়েছে। বিশেষ করে গ্যালাক্সি এস সিরিজ। এ সিরিজে তারা সর্বোচ্চ সংখ্যক পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করেছে।
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্যামসাং জানিয়েছে, একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তারা প্লাস্টিক থেকে সরে আসবে। এর জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো বাড়তি মূল্যও রাখা হবে না।
স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্সে ডিভাইস ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পার্ক সিওং সান বলেছেন, স্যামসাং পণ্যের মান ঠিক রেখে একে পরিবেশবান্ধব করার চেষ্টা করছে।
এ মাসেই বাজারে এসেছে গ্যালাক্সি এস২৩ আলট্রা। এ ফোনে সর্বোচ্চ সংখ্যক পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করেছে স্যামসাং। রয়েছে পরিবেশবান্ধব ১২টি যন্ত্রাংশ। এমনকি প্রথমবারের মতো ডিভাইসের বাইরের অংশেও ব্যবহার করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ। এর আগে গ্যালাক্সি এস২২ আলট্রায় ছিল ছয়টি পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ। যার সবই ছিল ফোনের ভেতরের অংশে।
পুনর্ব্যবহৃত ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান বিচিত্র সব সামগ্রী থেকে তৈরি হয়, এর মধ্যে রয়েছে মাছ ধরার জালও। স্যামসাং জানিয়েছে, এ বছর তারা অন্তত ১৫ টন ব্যবহৃত মাছ ধরার জাল কিনবে, যা দিয়ে মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ বানাবে।
পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে যন্ত্রাংশ তৈরি করা অপেক্ষাকৃত ব্যয়বহুল বলে জানিয়েছে টেক জায়ান্টটি। তা সত্ত্বেও তারা আলাদা করে মোবাইলের দাম বাড়াবে না। কারণ এ উদ্যোগকে তারা নিজেদের করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।