বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং ব্যবহারকারীদের জন্য সুখবর। স্যামসাংয়ের বেশ কিছু মডেলের স্মার্টফোন অ্যানড্রয়েড ১৪ ভার্সনের আপডেট পাচ্ছে। দেখে নিন আপনার ফোন সেই তালিকায় আছে কি না।
যেসব ফোন অ্যানড্রয়েড ১৪ আপডেট পাবে
অ্যানড্রয়েড ১৪ রিলিজ হয়েছে চলতি বছরেই। কিন্তু সব ফোনে এখনো এই আপডেট পৌঁছায়নি। এর মধ্যেই স্যামসাংয়ের থেকে জানিয়ে দেওয়া হল, তাদের একাধিক ফোনে খুব শিগগিরই আপডেট পৌঁছে যাবে।
লেটেস্ট অপারেটিং সিস্টেমটি এই মুহূর্তে যে সব স্যামসাং ফোনে দেওয়া হবে, সেই তালিকায় রয়েছে গ্যালাক্সি এ৫৪, গ্যালাক্সি এস২৩এফই, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি জেড ফোল্ড ৫।
এর আগে এই আপডেট দেওয়া হয়েছিল গ্যালাক্সি এস২৩, এস২২ মডেলে।
এই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে দেওয়া হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি-এর মাধ্যমে গ্যালাক্সি এ৫৪ ফোনটিতে আপডেট পাঠানো হচ্ছে। আবার গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর আপডেটটি সে দেশে ভেরিজেনের মাধ্যমে পাঠানো হবে।
তবে, এখনই গ্যালাক্সি এস২৩ এফই-এর আপডেট পাওয়াটা সত্যিই গুরুত্বের। কেননা, এক্সিনোস চিপসেট দ্বারা চালিত বেশির ভাগ ফোনই এখনো আপডেট পায়নি। মূলত, স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ প্রসেসর দ্বারা চালিত স্যামসাং ফোনগুলোই আপাতত অ্যানড্রয়েড ১৪ আপডেট পাচ্ছে।
ধীরে ধীরে সমস্ত স্যামসাং ব্যবহারকারীদের ফোনে এই লেটেস্ট সফটওয়্যার আপডেটটি পৌঁছে যাবে। এ বিষয়ে ব্যবহারকারীদের অপেক্ষা করতে বলা হয়েছে। যদি এখনও পর্যন্ত তাঁরা এই আপডেটের নোটিফিকেশন না পান, তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা বিশ্বের অন্যান্য দেশগুলোতে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
অ্যানড্রয়েড ১৪ আপডেট পেয়ে গেলে ডিভাইসগুলো বিশেষ করে গ্যালাক্সি এস২৩ এফই ফোনটি লেটেস্ট ওয়ান ইউআই ৬-এর ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
এই আপডেটের ফলে কুইক সেটিংস প্যানেলের যেমন একাধিক পরিবর্তন দেখা যাবে, তেমনই আবার স্যামসাং ডেস্ক, লক স্ক্রিন কাস্টমাইজেশন এবং ক্যামেরা কন্ট্রোলও আরো পরিবর্তিত হবে। তার থেকেও বড় কথা হল, ইউজাররা নতুন উইজেট পেতে পারেন। সেই সঙ্গেই আবার স্যামসাং কিবোর্ডে ফ্রেশ ইমোজি স্টাইলও দেখা যেতে পারে।
এদিকে এর পরের ধাপে আর যে সব স্যামসাং ফোনগুলো এই আপডেট পাবে, সেই তালিকায় রয়েছে গ্যালাক্সি এ৫২, গ্যালাক্সি এ৫২এস ৫জি, এস২১ এফই ৫জি, এ৭২, এ১৩, এ২৩ ৫জি, জেড ফ্লিপ ৩ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৩-এর মতো ফোনগুলো।
স্যামসাং জানিয়েছে ৩০ নভেম্বরের মধ্যে এই ফোনগুলো আপডেট পেয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।