বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর বাজারে নতুন ফোল্ডেবল ফোন আনার পরিকল্পনা করছে স্যামসাং। গ্যালাক্সি জি ফোল্ড ৪ ও গ্যালাক্সি জি ফ্লিপ ৪-এর সঙ্গে নতুন আরেকটি ফোল্ডেবল স্মার্টফোন আনবে দক্ষিণ কোরীয় জায়ান্টটি। তথ্যানুযায়ী প্রাথমিকভাবে ডায়মন্ড নামে নতুন ডিভাইসটি একটি রোলেবল স্মার্টফোন হবে। খবর টেকরাডার।
আইসইউনিভার্সের তথ্যানুযায়ী, গ্যালাক্সি ফোল্ড ৪ ও গ্যালাক্সি ফ্লিপ ৪ ডিভাইস দুটিতে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্যামসাংয়ের নতুন আরেকটি স্মার্টফোন রোলেবল হওয়ার তথ্য নিশ্চিত করেছে আইসইউনিভার্স। তবে আইসইউনিভার্সের তথ্য বলছে, নতুন ডিভাইসটির নাম হবে এন৪।
স্মার্টফোনের নতুন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য প্রযুক্তিবিদদের কাছে বরাবরই জনপ্রিয় স্যামসাং। এবার রোলেবল ফোন আনার মাধ্যমে স্যামসাংয়ের ফোল্ডেবল লাইনআপে নতুন একটি ডিজাইন যুক্ত হবে। তথ্যানুযায়ী নতুন ফোনটির উৎপাদন সীমিত হবে।
স্যামসাংই প্রথম রোলেবল ফোন আনছে না, এর আগে এ ফোন তৈরি করেছে অপ্পো ও টিসিএল। অবশ্য তা বাণিজ্যিকভাবে খুচরা বিক্রি হয়নি। সুতরাং রোলেবল ফোন তৈরির তথ্য সত্য হলে স্যামসাংই প্রথমবারের মতো খুচরা পর্যায়ে রোলেবল স্মার্টফোন বিক্রি করবে।
ফোল্ডেবল ফোনের স্ক্রিনে দাগ পড়ার জন্য বরাবরই আপত্তি জানিয়েছেন ব্যবহারকারীরা। তবে রোলেবল ফোন এ অসুবিধা দূর করতে পারে। বিশেষজ্ঞরা বলেন, রোলেবল ফোনের স্ক্রিনে কোনো ধরনের বাহ্যিক ক্ষতি বা দাগ পড়ার আশঙ্কা তুলনামূলক কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।