বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘদিন ধরেই অবস্থান করছে স্যামসাং। এই প্রতিযোগিতার ধারাবাহিকতায়, এবার স্যামসাং উন্মোচন করলো তাদের ইতিহাসের সবচেয়ে পাতলা স্মার্টফোন, ‘এস২৫ এজ’।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগশিপ এই ফোনটির ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ফোনটিতে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, যা এর ব্যবহারকারীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এনে দেবে। রয়টার্স জানিয়েছে, অ্যাপলকে টেক্কা দিতেই স্যামসাং এমন পদক্ষেপ নিয়েছে।
২০ থেকে ৩০ বছর বয়সী তরুণ গ্রাহকদের মধ্যে ছোট ও হালকা স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে। স্যামসাং জানায়, এই বাজার লক্ষ্য করেই ‘এস২৫ এজ’ মডেলটি আনা হয়েছে।
স্যামসাং এক বিবৃতিতে জানায়, “ব্যবহারকারীরা এমন একটি ফোন চাচ্ছেন, যা হবে হালকা, পাতলা ও সহজে বহনযোগ্য, তবে পারফরম্যান্সের দিক থেকে কোনো ধরনের আপস করা হবে না।” এজন্য ফোনটির অভ্যন্তরীণ গঠন, যেমন সার্কিট বোর্ড ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন এনে ডিভাইসটিকে আরও পাতলা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্যামসাং সঠিক সময়েই ফোনটি বাজারে এনেছে। কারণ ধারণা করা হচ্ছে, অ্যাপলও চলতি বছরের শেষভাগে একটি পাতলা আইফোন আনতে পারে।
‘এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেন, “স্যামসাং স্মার্টফোনটি কিছুটা আগে বাজারে এনে অ্যাপলের উপর প্রভাব ফেলতে পারে। পাতলা ফোন যারা পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প। এটা খুব হিসেব করে নেওয়া সিদ্ধান্ত।”
স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ফোনটির বিক্রি শুরু হবে ২৩ মে থেকে এবং যুক্তরাষ্ট্রে শুরু হবে ৩০ মে থেকে। এছাড়া আরও ৩০টি দেশে ফোনটি পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে চীন ও ইউরোপ।
ফোনটিতে স্যামসাং তাদের নতুন এআই-নির্ভর একাধিক ফিচার যুক্ত করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাল্টিমোডাল এআই। এটি ব্যবহারকারীদের ক্যামেরার মাধ্যমে কোনো কিছু দেখিয়ে কিংবা কণ্ঠস্বরের মাধ্যমে ফোনের সঙ্গে রিয়েল টাইমে যোগাযোগের সুযোগ দেবে। ব্যবহারকারীরা ছবি দেখিয়েও ফোনে প্রশ্ন করতে পারবেন।
‘এস২৫ এজ’ ফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০৯৯ মার্কিন ডলার। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে এবং এর পুরুত্ব মাত্র ৫.৮ মিলিমিটার। যদিও এটি এস২৫ মডেলের তুলনায় বড়, তবে ওজনে দুটি প্রায় সমান।
তবে ফোনটি কোথায় তৈরি হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি স্যামসাং, এমনটাই জানিয়েছে রয়টার্স।
লঞ্চ ইভেন্টে স্মার্টফোনটির পারফরম্যান্স বা তাপ নিয়ন্ত্রণ নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে আশ্বস্ত করেছে স্যামসাং।
স্যামসাং ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুন সুং-হুন বলেন, “অনেকেই ভাবতে পারেন, পাতলা ফোন পারফরম্যান্সে দুর্বল হতে পারে বা অতিরিক্ত গরম হতে পারে। তবে আমরা ফোনের জন্য একটি পাতলা ভেপার চেম্বার ডিজাইন করেছি, যা স্মার্টফোনের স্লিম কাঠামোর সঙ্গে পুরোপুরি মানানসই। এতে করে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করতে পারবেন।”
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ২০ শতাংশ বাজার শেয়ার নিয়ে স্যামসাং বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে উঠে এসেছে। এর ঠিক পরেই রয়েছে অ্যাপল, যাদের মার্কেট শেয়ার ১৯ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।