বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারত বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন মার্কেটে পরিণত হয়েছে। যেসব কোম্পানি দেশের বাজারে বেশি পরিমাণ ফোন বেচে গ্লোবাল বাজারেও সেগুলির অবস্থানের পরিবর্তন হতে দেখা যায়। স্বনামধন্য রিসার্চ ফার্ম IDC সম্প্রতি ভারতে স্মার্টফোন মার্কেটের ২০২৪ সালের তৃতীয় কোয়ার্টার সম্পর্কে নতুন রিপোর্ট শেয়ার করেছে। এই রিপোর্ট অনুযায়ী 2024 সালের তৃতীয় কোয়ার্টারে Vivo ভারতে নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ডের স্থান দখল করেছে। এমনকি এই ব্র্যান্ডের কাছে Samsung, Xiaomi এবং Apple এর মতো কোম্পানিগুলিও পিছিয়ে পড়েছে।
Vivo জিতেছে প্রথম স্থান
2024 সালের তৃতীয় কোয়ার্টারে Vivo ভারতের বাজারে সমস্ত স্মার্টফোন কোম্পানির মধ্যে প্রথম স্থান দখল করেছে। গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই ব্র্যান্ডের স্মার্টফোন। IDC রিপোর্ট অনুযায়ী ভিভোর মার্কেট শেয়ার ছিল 15.8%। এটিই সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ছিল। কোম্পানির Vivo V40 series ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এবং একইসঙ্গে কম দামের Vivo T3 ও Y28 ফোনগুলিও বিপুল সংখ্যক সেল হয়েছে। জানিয়ে রাখি ভিভোর পর OPPO এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে।
পিছিয়ে পড়েছে Samsung, Xiaomi এবং realme
ভিভো এবং ওপ্পোর পর টপ 5 কোম্পানির লিস্টে Samsung তৃতীয়, realme চতুর্থ এবং Xiaomi পঞ্চম স্থানে রয়েছে। টপ 5 কোম্পানির লিস্টে স্থান পেলেও এই তিনটি কোম্পানির মার্কেট শেয়ার গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
IDC এর রিপোর্ট অনুযায়ী Q3,2023 এ Samsung এর মার্কেট শেয়ার 16.2% থেকে কমে এবার 12.3% হয়ে গেছে। একইভাবে গত বছর রিয়েলমির মার্কেট শেয়ার ছিল 15.1% এবং এবার এটি কমে 11.5% হয়েছে। শাওমির ক্ষেত্রে মার্কেট শেয়ার হ্রাস অত্যন্ত কম দেখা গেছে। গত বছর শাওমির মার্কেট শেয়ার ছিল 11.7% এবং এই বছর কোম্পানির হাতে ছিল 11.4% মার্কেট শেয়ার।
সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন
IDC এর রিপোর্ট থেকে জানা গেছে এই বছর জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাসে ভারতে 38 মিলিয়ন 5G স্মার্টফোন সেল হয়েছে। এই সময়ের মধ্যে Vivo T3x এবং Vivo Y28 স্মার্টফোনের সঙ্গে সঙ্গে Xiaomi Redmi 13C, Apple iPhone 15 ও OPPO K12x ফোনগুলি সবচেয়ে বেশি সেল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।