অপো তাদের পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন বাজারে রিলিজ করতে যাচ্ছে যার মডেলের নাম হচ্ছে FIND N2। এর আগে ২০২১ সালে অপো FIND N1 নামে প্রথমবারের মতো ফোল্ডেবল স্মার্টফোন বাজারে রিলিজ করেছিল। অপো মনে করে এই প্রজেক্টটি সফল হয়েছে। এজন্য তারা দ্বিতীয়বারের মতো ফোল্ডেবল স্মার্টফোন সেপ্টেম্বরে রিলিজ করতে চাচ্ছে।
অপো এমন সময়ে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি বাজারে রিলিজ করেছিল যখন বিশ্বব্যাপী ভাঁজযুক্ত হ্যান্ডসেটের কদর বাড়ছিল। অপো ফাইন্ড এন স্মার্টফোনটি তার ব্লিড কোয়ালিটির জন্য বেশ প্রশংসিত হয়েছে। এখন দেখার বিষয় এটির পরবর্তী উত্তরসূরী FIND N2 মডেল যথেষ্ট জনপ্রিয়তা পায় কিনা।
এই স্মার্টফোনটি নিয়ে ইন্টারনেটে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। যেমন বর্তমানে স্মার্টফোনটি টেস্টিং স্টেজে রয়েছে। ধারণা করা হচ্ছে এখানে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট প্লাস জেন ওয়ান চিপসেটটি ব্যবহার করা হবে যা খুবই শক্তিশালী। অন্যান্য স্মার্টফোনেও এই চিপসেটটি অনেক ব্যবহার করা হচ্ছে। অপো বর্তমান বাজারের ট্রেন্ড ধরে রাখার জন্যই এই প্রসেসরটি অন্য ব্র্যান্ডের মতোই ব্যবহার করছে।
samsung galaxy এর ফোল্ডেবল স্মার্টফোন যেমন আনুভূমিক ফোল্ডিং স্টাইলে ডিজাইন করা হয়েছে FIND N1 মডেল তেমনি একই স্টাইলের ছিল। তবে আশা করা হচ্ছে অপো ফাইন্ড এন টু উলম্ভ স্টাইলে ভাঁজ করা যাবে এরকম ডিজাইন নিয়ে কাস্টমারদের সামনে আসবে।
চীনের একটি মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয় যে অপো এবং রিয়েল মি এই দুইটি স্মার্টফোন ব্র্যান্ড ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং দ্রুত বাজারে নিয়ে আসার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। অপো ফাইন্ড এন টু স্মার্টফোনের দাম হতে পারে ৮৫ হাজার টাকা। তবে এই হ্যান্ডসেটকে বাজারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর এর সাথে প্রতিদ্বন্দিতা করতে হবে। এখন দেখার বিষয় মার্কেটে স্যামসাংয়ের জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোনকে ছাড়িয়ে অপো সামনে এগিয়ে যেতে পারে কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।