Samsung Galaxy Z Fold 4 ও Xiaomi Mix Fold 2 প্রায় একই সময়ে মার্কেটে আসায় ক্রেতাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। ক্রেতারা এখন কোন স্মার্টফোনটি নির্বাচন করবে সে সিদ্ধান্ত নেওয়া কিছুটা কষ্টসাধ্য। কেননা এই দুইটি ফোল্ডেবল স্মার্টফোন তাদের জায়গা থেকে ক্রেতাদের অনেক কিছুই অফার করে।
ডিসপ্লে
রেজুলেশন এর কথা বললে শাওমি, স্যামসাং থেকে এগিয়ে থাকবে। দুটি স্মার্টফোনই ১২০ হার্জ রিফ্রেশ রেট এর ফিচার সাপোর্ট করে। শাওমি স্মার্টফোনের স্ক্রিন এর সাইজ স্যামসাং এর থেকেও বড়। Xiaomi Mix Fold 2 এর রেজুলেশন ১০৮০*২৫২০। স্যামসাং এর ক্ষেত্রে এটি ৯০৪*২৩১৬।
চিপসেট ও মেমোরি
দুটি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হয়েছে। দুটি স্মার্টফোনেই ১২ জিবি র্যাম রয়েছে এবং ভেরিয়েন্ট অনুসারে ২৫৬ জিবি স্টোরেজ, ৫১২ জিবি এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন।
ক্যামেরা
স্মার্টফোনের পেছনে তিনটি ক্যামেরা অবস্থিত এবং মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল সেন্সর সাপোর্ট করে। শাওমি তাদের স্মার্টফোনে লাইকা ব্র্যান্ডের ক্যামেরা ব্যবহার করেছে। এর ফলে সফটওয়্যার এর দিক থেকে কিছু বাড়তি ফিচার আপনি পাবেন। আর টেলিফোটো সেন্সরকে আপনি গুরুত্ব দিলে স্যামসাং এর ফোল্ডেবল হ্যান্ডসেট আপনার জন্য উপযুক্ত হবে। শাওমি স্মার্টফোনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে স্যামসাং স্মার্টফোনের সেলফি ক্যামেরায় ১০ মেগাপিক্সেল এবং ৪ মেগাপিক্সেলের দুটি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি সহ অন্যান্য ফিচার
ব্যাটারির দিক থেকে শাওমি এগিয়ে থাকবে। পাশাপাশি শাওমির ফোল্ডেবল স্মার্টফোন ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। অন্যদিকে স্যামসাং স্মার্টফোন ১৫ ওয়াটের ওয়ারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। শাওমি হ্যান্ডসেট এ ৪৫০০ মেগাহার্জ এবং স্যামসাং এর স্মার্টফোন এ ৪৪০০ মেগাহার্জওয়ারলেস এর ব্যাটারি ইন্সটল করা হয়েছে।
যদি আপনি এরকম ফিচার চান যেখানে স্টাইলাস পেন থাকবে, ওয়ারলেস চার্জিং থাকবে, পানি প্রতিরোধ এর সিস্টেম থাকবে তাহলে Samsung Galaxy Z Fold 4 আপনার জন্য বেস্ট অপশন হবে। অন্যদিকে পাতলা বডি, দ্রুত চার্জিং সক্ষমতা, বড় সাইজের ডিসপ্লে, শক্তিশালী সেলফি ক্যামেরা; আপনার এসব ফিচার দরকার হলে Xiaomi Mix Fold 2 আপনার জন্য মানানসই হবে।
Samsung Galaxy Z Fold 4 এর দাম: ভারতে স্মার্টফোনের দাম ১ লাখ ৪০ হাজার রুপি ও বাংলাদেশে ১ লাখ ৮০ হাজার টাকা
Xiaomi Mix Fold 2 এর দাম: ভারতে স্মার্টফোনের দাম ১ লাখ ১০ হাজার রুপি ও বাংলাদেশে ১ লাখ ৪০ হাজার টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।