গত কয়েক বছর ধরে স্যামসাং ফোল্ডেবল ফোনের মার্কেটে অনেক ভালো পারফরম্যান্স করছে। স্যামসাং তার ফোল্ডেবল ফোনের মধ্যে সর্বশেষ যে ডিভাইসটি আপনি বাজার থেকে ক্রয় করতে পারেন তা হচ্ছে Z Fold 6। আবার Z Fold 5 স্মার্টফোনটিও অনেকে ব্যবহার করছেন। আপনার কি আপডেট করে নতুন ডিভাইস কেনা উচিত হবে কিনা তা বোঝার জন্য এই আর্টিকেলে দুটি স্মার্টফোনের স্পেক্স তুলনা দেখানো হয়েছে।
ডিসপ্লে
নতুন ফোনে ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ও এমোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ২৩৭৬*৯৬৮ পিক্সেল। ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে ভেতরের ডিসপ্লেটি ৭.৬ ইঞ্চি লম্বা। এটির রেজুলেশন হচ্ছে 2160 গুণ ১৮৫৬ পিক্সেল। অন্যদিকে Z Fold 5 স্মার্টফোনে ৬.২ ইঞ্চির এমোলেড প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে। সেটির রেজুলেশন ছিল ২৩১৬*৯০৪ পিক্সেল। ভেতরের ডিসপ্লেটি ৭.৬ ইঞ্চি লম্বা এবং এখানে এমোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে ১৮১২* ২১৭৬ পিক্সেল।
ক্যামেরা
দুই ডিভাইসের ক্যামেরার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। নতুন ডিভাইসের প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সেল এবং এখানে ডুয়েল পিক্সেল অটোফোকাস সিস্টেম রয়েছে। এর অ্যাপাচার হবে ১.৮। আলট্রাওয়াইড লেন্স হচ্ছে ১২ মেগাপিক্সেল। এটির টেলিফটো ক্যামেরা এর রেজুলেশন হচ্ছে ১০ মেগাপিক্সেল এবং তিনগুণ অপটিক্যাল জুম ফিচার দেওয়া হয়েছে। ১২ মেগাপিক্সের আলট্রাওয়াইড ক্যামেরার কথা বাদ দিলে বাকি বিষয়গুলো পুরনো ডিভাইসের সাথে মিলে যায়।
ডিজাইন
ডিজাইনের দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে পার্থক্য খুব কম। নতুন ডিভাইসটি হাতে বহন করতে বেশি কম্ফোর্টেবল ফিল হবে। সহজে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে samsung এর সর্বশেষ স্মার্টফোনটি বেশি সহযোগী ভূমিকা পালন করবে। Z Fold 6 স্মার্টফোনটির ওয়েট ২৩৯ গ্রাম এবং Z Fold 5 স্মার্টফোনটির ওজন ২৫৩ গ্রাম।
পারফরম্যান্স ও ব্যাটারি
Z Fold 5 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে। অন্যদিকে Z Fold 6 স্মার্টফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট রয়েছে। দুটি স্মার্টফোনেই র্যাম রয়েছে 12gb করে। স্টোরেজ অপশনের দিক থেকে উভয় ফোন একই। ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট ভ্যারিয়েন্টের অপশন বাজারে পাওয়া যাবে। দুটি স্মার্টফোন এ ব্যাটারি ক্যাপাসিটি ৪৪০০ মেগাহার্জ পর্যন্ত। দুটি স্মার্টফোনে 25w পর্যন্ত ফাস্ট চার্জিং স্পিড দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।