বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত মাসেই গ্লোবাল বাজারে আসার পর Samsung Galaxy A16 5G এখন ভারতে লঞ্চ করা হয়েছে। নতুন স্যামসাং গ্যালাক্সি এ16 5জি ফোনটি 20,000 টাকার কম দামে বাজারে আনা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে মিড-রেঞ্জ স্মার্টফোনে 6 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ16 5জি ফোনটি গ্লোবাল মার্কেটে Exynos চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। তবে গ্যালাক্সি এ16 5জি ফোনটি ভারতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত দামে নতুন স্যামসাং গ্যালাক্সি এ16 কেনা যাবে।
Samsung Galaxy A16 5G ফোনের দাম কত ভারতে
ফোনের দামের কথা বললে, 8 জিবি RAM সহ 128 জিবি স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে।
পাশাপাশি, 8 জিবি RAM সহ 256 জিবি স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে।
অফারের কথা বললে, গ্রাহকরা SBI এবং Axis ক্রেডিট কার্ড থেকে পেমেন্টে গ্রাহকরা 1000 টাকার ক্যাশব্যাক পাবেন।
স্যামসাং গ্যালাক্সি এ16 5জি ফোনটি কোম্পানির ইন্ডিয়া ওয়েবসাইট, Amazon Flipkart এবং রিটেল স্টোর থেকে বিক্রি হবে।
গ্যালাক্সি এ16 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
কোম্পানি জানিয়েছে যে গ্যালাক্সি এ16 5জি ফোনটি A-series এর সবচেয়ে স্লিম স্মার্টফোন। এতে গ্লাসটিক ব্যাক প্যানেল ফিনিশ এবং আইসল্যান্ড ফ্রেম ডিজাইন দেওয়া। এছাড়া গ্যালাক্সি এ16 ফোনটি IP54 রেটিং সহ আসে।
ডিভাইসে একটি 6.7-ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া, যা 90Hz রিফ্রেশ রেট অফার করে। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 5-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। ফ্রন্টের ক্যামেরাটি 13 মেগাপিক্সেল শ্যুটার যা টিয়ারড্রপ ডিজাইনে রাখা হয়েছে। পাওয়ার দিতে গ্যালাক্সি এ16 5জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া।
নতুন স্যামসাং গ্যালাক্সি এ16 5জি ফোনটি ছয় প্রজন্মের অপারেটিং সিস্টেম আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট অফার করে। এছাড়া এতে ডেডিকেটেড নক্স ভল্ট চিপসেট সাপোর্ট অটো ব্লকার, সিকিউর ফোল্ডার, প্রাইভেট শেয়ার এবং পিন অ্যাপ সহ স্যামসাং নক্স সিকিউরিটি ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।