বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Samsung সম্প্রতি তার A-Series এর আওতায় Samsung Galaxy A05 এবং Galaxy A05s স্মার্টফোন চালু করা হয়েছে। আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই A-সিরিজ পোর্টফোলিওতে একটি নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিতে চলেছে। আপকামিং ফোনটি Samsung Galaxy A15 5G নামে লঞ্চ হতে পারে।
যদিও Samsung এর তরফে এখনও পর্যন্ত আপকামিং ফোনের বিষয় কোনও ঘোষনা করা হয়েনি। তবে ফোন সম্পর্কে প্রায় সময় নতুন নতুন লিক অনলাইনে প্রকাশ হচ্ছে। নতুন খবর অনুযায়ী ফোনের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনে কী থাকবে বিশেষ।
Samsung Galaxy A15 5G ফোনে কী থাকবে স্পেসিফিকেশন
কোম্পানি Galaxy A15 ফোনে 6.5-ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে থাকতে পারে, যা 90Hz রিফ্রেশ রেট সহ আসবে।
লিক অনুযায়ী, MediaTek Dimensity 6100+ প্রসেসরে কাজ করবে আপকামিং Samsung Galaxy A15 5G ফোনটি।
Galaxy A15 5G ফোনে 4GB RAM এবং 6GB RAM এর ডিটেল সামনে এসেছে। ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত দেওয়া যেতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল এবং 5+2 মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। ফোনের ক্যামেরাতে 10X জুম ক্ষমতা দেওয়া যেতে পারে। এছাড়া সেলফি তোলার জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি সহ এন্ট্রি নিতে পারে। এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট পেতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।