বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শীঘ্রই ভারতে Samsung এর M সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কোম্পানি Galaxy M35 5G স্মার্টফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। ভারতে এই ফোন সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। ফলে এই ডিভাইসটি SM-M356B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এবার Galaxy M35 স্মার্টফোনটি গুগাল প্লে কনসোলে লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে এই ফোন ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লুক এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে।
গুগাল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Galaxy A35 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এছাড়া ডানদিকে ভলিউম বাটন দেখা গেছে। এই ফোনের ফ্রন্টে সেন্টার পাঞ্চ-হোল সহ সেলফি ক্যামেরা রয়েছে। আবার ডিসপ্লের চারদিকে কিছুটা মোটা বেজাল দেখা গেছে।
Samsung Galaxy M35 5G এর স্পেসিফিকেশন (লিক)
গুগাল প্লে কনসোলের মাধ্যমে প্রকাশ্যে এসেছে Galaxy A35 স্মার্টফোনে Exynos 1380 চিপসেট এবং 6GB RAM সহ অ্যান্ড্রয়েড 14 ওএস দেওয়া হবে। তবে এর আগে Samsung Galaxy M35 5G স্মার্টফোন এফসিসি এবং Dekra সার্টিফিকেশন সাইটে মাধ্যমে প্রকাশ্যে এসেছিল।
Samsung Galaxy M35 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রসেসর: গীকবেঞ্চ সাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেল অনুযায়ী Samsung Galaxy M35 5G স্মার্টফোনে Exynos 1380 চিপসেট দেওয়া হতে পারে।
স্টোরেজ: Galaxy M35 5G স্মার্টফোনে 6GB RAM সহ বেস মডেল লঞ্চ করা হতে পারে। এছাড়া ইন্টারনাল স্টোরেজের জন্য 128জিবি এবং 256জিবি পর্যন্ত সাপোর্ট দেওয়া হতে পারে।
ক্যামেরা: Galaxy M35 5G স্মার্টফোনর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি এই ফোনে কেমন লেন্স দেওয়া হবে।
ওএস: এই ফোন অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে।
বেশ কিছু গ্লোবাল রিপোর্টস অনুযায়ী আপকামিং M35 5G স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy A35 5G স্মার্টফোনের রিব্র্যান্ড ভার্সন হবে। এই Samsung Galaxy A35 5G স্মার্টফোনে 6.6 ইঞ্চির পাঞ্চ-হোল সুপার AMOLED ডিসপ্লে, FHD + পিক্সেল রেজোলিউশন 2340 x 1080 এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এই স্মার্টফোনে Exynos 1380 SoC চিপসেট দেওয়া হয়েছে। এতে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।