বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে স্যামসাং (Samsung) একের পর এক নিত্যনতুন স্মার্টফোন নিয়ে আসছে বাজারে। এবারে সংস্থা একটি নতুন স্মার্টফোন Galaxy A06 শীঘ্রই লঞ্চ করতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে এর আগে, 2023 সালের নভেম্বর মাসে Galaxy A05 লঞ্চ করেছিল।
সম্প্রতি টিপস্টার ইবান ব্লাস-এর তাঁর X হ্যাণ্ডেলে শেয়ার করা একটি ছবি থেকে Galaxy A06 ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে জানা গেছে ফোনের সামনে এবং পিছনের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। তিনটি ভিন্ন রঙে আসতে চলেছে এই Galaxy A06 স্মার্টফোনটি।
টিপস্টার প্রকাশিত ছবিতে দেখা গেছে, Samsung Galaxy A06 স্মার্টফোনটিতে LED ফ্ল্যাশ ইউনিটের সঙ্গে ভার্টিক্যালি ভাবে রয়েছে রিয়ার ক্যামেরা সিস্টেম। ফোনটি যে তিনটি রঙের পাওয়া যাবে সেগুলি হল ব্ল্যাক, গোল্ডেন এবং সিলভার। এছাড়াও Samsung Galaxy A06-এ সামনের ক্যামেরা সেন্সর এবং ওয়াটারড্রপ নচ সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে বর্তমান। ফোনের ডানদিকে একটি আইল্যান্ড বাম্প, ভলিউম রকার এবং পাওয়ার বোতাম দেখা গেছে।
Samsung Galaxy A06 স্মার্টফোনটি 6.7-ইঞ্চি এলসিডি স্ক্রিন, অ্যান্ড্রয়েড 14-এর উপর ভিত্তি করে UI সহ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে থাকতে পারে MediaTek Helio G85 SoC সহ 6GB RAM। পাওয়ারের জন্য থাকতে পারে 5,000mAh ব্যাটারি যা 15W ওয়্যারযুক্ত চার্জিং সমর্থনে সক্ষম।
দাম কত হতে পারে?
মনে করা হচ্ছে, Samsung Galaxy A06 ফোনটির দাম প্রায় 18,200 টাকার কাছাকাছি রাখা হতে পারে। বলে রাখা প্রয়োজন, এর আগে Samsung Galaxy A05 ভারতে 9,999 টাকায় লঞ্চ হয়েছিল। তাই, লঞ্চ না করা পর্যন্ত এই ফোনটির সঠিক দাম বলা সম্ভব নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।