বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্ট গ্যাজেটের ব্যবহার দিন দিন বাড়ছে। দৈনন্দিন কাজের জন্য স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভিসহ ব্যবহার হচ্ছে অনেক কিছুর। এত সব গ্যাজেটের ভিড়ে এবার আপনাকে আরও আপডেট রাখতে আসছে স্মার্ট রিং। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’। যা ব্যবহারকারীর ঘুম আর স্বাস্থ্যের খেয়াল রাখবে।
স্মার্ট ওয়াচ ও এখন অতীত হতে চলেছে, দিন এখন স্মার্ট রিংয়ের। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’; উন্মোচিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।
গত মাসে ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি এস২৪ স্মার্ট ফোন সিরিজ লঞ্চের সময় আংটিটির একটি ঝলক দেখানো হয়। তবে দর্শকরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবার সামনাসামনি আংটিটির খুঁটিনাটি পরখ করে দেখার সুযোগ পাবেন। ২০২৪ সালের শেষের দিকে রিংটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
স্মার্ট রিং এর আগে অনেক সংস্থাই এনেছে। তবে স্যামসাং আনল এই প্রথম। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে বলছেন, স্যামসাংয়ের মতো সংস্থা স্মার্ট রিং-এর দুনিয়ায় পা রাখায় আগামীতে এই স্মার্ট ডিভাইস যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, তা বলাই যায়। মূলত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচারের দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং।
জানা গেছে, গ্যালাক্সি রিং- এর সাহায্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর রাখা যাবে, তার জন্য একটি নতুন অ্যাপের সাহায্য নেয়া হবে। এই অ্যাপের মাধ্যমে শুধু যে ব্যবহারকারীর বিভিন্ন হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে তাই নয়, প্রয়োজনীয় হেলথ টিপসও দেবে এই অ্যাপ।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি রিং যাতে কাজ করতে পারে, সেই কাজও চলছে। যেহেতু মোটামুটিভাবে হেলথ ফিচার ট্র্যাকিংয়ের বিষয়টি রিং এবং ওয়াচ- দুই ডিভাইসেই থাকবে; তাই ঘুমের সময় আর স্মার্টওয়াচ না পরলেও চলবে।
আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।