Samsung-এর আসন্ন Galaxy Xcover 7 লঞ্চ হবার আগেই ফাঁস ফিচার

Galaxy Xcover

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Samsung চলতি বছরের জুন মাসে ইউরোপে Galaxy Xcover 6 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। কিন্তু বহু অপেক্ষার পরেও ভারতে এই ফোনটি আসবে কি না সেই সম্পর্কে কিছুই জানায়নি কোম্পানিটি। তবে এখন দক্ষিণ কোরিয়ার সেরা প্রযুক্তি কোম্পানি Samsung Galaxy এবার সেই ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে ভার্সন আপডেটেট থাকবে। অর্থাৎ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy Xcover 7 ভারতে লঞ্চ করতে পারে।

Galaxy Xcover

Samsung-এর Galaxy Xcover 7 ফোন সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
GizmoChina-এর রিপোর্ট অনুযায়ী, Samsung ভারতে Galaxy Xcover 7 লঞ্চ করবে। এর জন্য, GizmoChina সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ দাবি করেছে, Galaxy Xcover 7 মডেল নম্বর SM-G556B সহ ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের সাইটে দেখা গিয়েছে।

একটি নতুন ফোন বাজারে আসার আগেই তা নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে পৌছে যায়। কারণ একটাই ফিচার ও স্পেসিফিকেশন। আর ইতিমধ্যেই Samsung Galaxy Xcover 7-এর স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। এই ফোনে একটি বোতাম দেওয়া হয়েছে। তার সাহায্যে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ অ্যাপ বা পুশ-টু-টক ফিচারগুলি চালু করতে বা অন্য কোনও ফাংশন ব্যবহার করতে এই বোতামটি ব্যবহার করতে পারবেন।

কোটি টাকায় বিএমডাব্লিউ কিনে তোপের মুখে বনি-কৌশানি

স্মার্টফোনটি ধুলো ও জল প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং সহ আসে। স্মার্টফোনের গিকবেঞ্চ তালিকা প্রকাশ পেতেই জানা গিয়েছে, এটিতে ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে, যাতে 8GB RAM সাপোর্ট করবে। Samsung Galaxy Xcover 7 আসন্ন স্মার্টফোনটি Android 14-এ চলবে বলেই আশা করা হচ্ছে।