বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তিবাজারে ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারজাতের দিক থেকে স্যামসাং প্রথম। এর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন মডেলের স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সহজে ব্যবহারযোগ্য স্লাইডেবল ডিসপ্লের স্মার্টফোন তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।
সম্প্রতি প্রকাশিত এক পেটেন্ট আবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন স্লাইডিং ডিসপ্লে প্রযুক্তির স্মার্টফোনে ডিসপ্লেটি ডিভাইসের গায়ে জড়ানো থাকবে। যাকে র্যাপিং বলা হয়। অন্য অর্থে নতুন স্মার্টফোনটির সামনে কার্ভড ডিসপ্লে ইউনিট রয়েছে। তবে এর স্ক্রিন প্যানেলটি ডিভাইসের পেছনের কিছু অংশ পর্যন্ত প্রসারিত হয়।
পেটেন্ট আবেদনে আরো বলা হয়, ডিভাইসে দুটি হাউজিং ও একটি নমনীয় ডিসপ্লে রয়েছে। দুভাবে ডিসপ্লেটি ব্যবহার করা যায়। প্রথমত, ডিসপ্লেটি হ্যান্ডসেটের চারদিকে মোড়ানো থাকে। দ্বিতীয়ত, মোডে ডিসপ্লেটি বাইরের দিকে প্রসারিত করা যায়। তবে এক্ষেত্রে স্লাইড করার প্রয়োজন হয়।
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন মাইস্মার্টপ্রাইসের মাধ্যমে প্রথম পেটেন্ট আবেদনের বিষয়টি শনাক্ত করে। সামনের দিক থেকে ডিভাইসটি সাধারণ মনে হলেও এর পেছনে প্রযুক্তিগত উত্কর্ষ রয়েছে। উল্লেখ্য, এটি শাওমির এমআই মিক্স আলফা কনসেপ্ট স্মার্টফোনের কথা মনে করিয়ে দেয়, যেটি ফোনের চারদিকে মোড়ানো ছিল। পেটেন্ট আবেদনে থাকা স্কেচে দেখা যায়, নমনীয় ডিসপ্লেটি ডিভাইসের পেছন পর্যন্ত প্রসারিত হয় এবং প্রায় অর্ধেক জায়গাজুড়ে থাকে। বাকি অর্ধেকে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। তবে ডিভাইসটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।