সানাইয়ের উচ্চতা বেড়েই চলেছে

সানাই মাহবুব

বিনোদন ডেস্ক : এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব নিজের উচ্চতা সংক্রান্ত শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

সানাই মাহবুব

এ নিয়ে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সানাই লেখেন, ‘আসসালামু আলাইকুম। একটা ভীষণ জরুরি বিষয় জানাতে চাচ্ছি, যদিও অনেকেই জানেন তারপরও।

প্রায় ৩ বছর ধরে আমার উচ্চতা বেড়েই যাচ্ছিলো। আমার উচ্চতা ১৭ বছর বয়সে ৫ ফিট ২ ইঞ্চি ছিল কিন্ত এখন প্রায় ১১ বছর পর আমার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চিতে দাঁড়িয়েছে। সাথে প্রায়শই পেট ব্যথা, জিহ্বার স্বাদ না থাকা সমস্যাও আছে। ’

সানাই

স্ট্যাটাসটির সঙ্গে চিকিৎসকের প্রেসক্রিপশন যুক্ত করে তিনি আরও লিখেছেন, ‘প্রথমে অনেক খুশি ছিলাম যে যাক লম্বা তো হচ্ছি। পরে অনেক টেস্টের পর জানতে পারি, এটা হরমোনাল ইমব্যালান্সের কারণে হয়েছে। সো যাদের এরকম সমস্যা হচ্ছে তারা বসে না থেকে ভালো চিকিৎসকের কাছে যান। ’

মডেলিংয়ের দিয়ে ক্যারিয়ার শুরু সানাইয়ের। বেশ কিছু আইটেম গানের মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। এরপর ২০১৭ সালে সিনেমায় নাম লেখান। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন—দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় কাজও করেছেন কিন্তু সেগুলো আলোর মুখ দেখেছি।

তবে সেই সব কাজের চেয়ে সানাই সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে তার স্তনের আকৃতি বড় করে। তার নতুন এই লুক নিয়ে ব্যাপক আলোচিত হন তিনি।

৪ রাশির লোকেরা সবচেয়ে বেশি হৃদয় ভাঙেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাকে। ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক সময় চর্চার কেন্দ্রে থাকা সানাই দীর্ঘদিন থেকেই মিডিয়া থেকে দূরে। এখন স্বামী-সংসার, পারিবারিক ব্যবসা এসব নিয়েই সময় কাটছে তার।