বিনোদন ডেস্ক : এক মাস পূর্ণ হলো মমতাময়ী মাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। মায়ের স্মৃতিতে কাতর হয়ে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আবেগী বার্তা দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সানা লেখেন, ‘আজ ২৪ জুলাই, মায়ের মৃত্যুর পর কেটে গেল একটা মাস। আজকের দিনে এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, আমার মায়ের জন্য যারা প্রার্থনা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানানো।
সানা আরও লেখেন, আপনারা আমার মায়ের জন্য অনেক প্রার্থনা করেছেন, মেসেজ পাঠিয়েছেন। অনেককে আমি হয়তো ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু আমার স্বামীর ফোনে অনেক মেসেজ এসেছে। মায়ের জন্য অনেকে পুরস্কারও পাঠিয়েছেন। ধন্যবাদ।
মা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আজ আমি উপলব্ধি করতে পারছি আল্লাহর কাছে পৌঁছানো কতটা সৌভাগ্যের। এটাও ঠিক যে মায়ের বিকল্প কিছু হয় না। তার স্থান কেউ পূরণ করতে পারবে না। আমি আমার আম্মির মাধ্যম হতে চাই। জীবনে সৎ ও মহৎ কাজ করতে চাই। যার পূণ্য আমার আম্মির কবরে পৌঁছে যাবে। সালাম।
প্রসঙ্গত, সানার মা সাইদা খান দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৪ জুন না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন সানা। অভিনেত্রীকে সারাক্ষণ আগলে রেখেছেন তার স্বামী আনাস সইদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।