Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে নতুন তথ্য
    জাতীয়

    সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে নতুন তথ্য

    Shamim RezaJanuary 30, 20255 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : “গত সপ্তাহে এমন কয়েকজন গ্রাহক পেয়েছি, যারা ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার পর রিনিউ না করে সঞ্চয়পত্র কিনেছেন,” বলছিলেন একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের একজন কর্মকর্তা। খবর বিবিসি’র।

    Sonchoypotro

    গ্রাহকদের মধ্যে সঞ্চয়পত্রের ব্যাপারে কৌতূহল বেড়েছে বলে জানান এই ব্যাংকার।

    তবে তিনি এটাও জানান, তাদের শাখায় সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ “আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়েনি”।

       

    নতুন বছরের শুরুতেই সঞ্চয়পত্রের জন্য নতুন মুনাফার হার ঘোষণা করে বাংলাদেশ সরকার।

    অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ১৫ই জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

    এর ফলে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা বেড়েছে। পূর্ণ মেয়াদে কোনোটির হারই ১২ শতাংশের কম নয়। আগে এই হার ছিল ১২ শতাংশের নিচে।

    প্রজ্ঞাপনে বলা হয়, ছয় মাস পর সঞ্চয় স্কিমের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে।

    এর মধ্য দিয়ে সঞ্চয়পত্রের সুদ হার ‘বাজারভিত্তিক’ করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানান সঞ্চয় অধিদপ্তরের একজন কর্মকর্তা।

    তবে গত পহেলা জানুয়ারির আগে কেনা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন।

    অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সুদহার বাজারভিত্তিক করা হয়।

    এর আগে নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে এসব হার নির্ধারণ করা হত।

    বিনিয়োগের জন্য দুটি পরিসীমা বা স্তরে বিভাজন করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। সাত লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রথম স্তর। সাড়ে সাত লাখের ওপরে দ্বিতীয়টি।

    অর্থাৎ সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগকারীরা যে হারে সুদ পাবেন, এর চেয়ে বেশি অংকের বিনিয়োগকারীরা মুনাফা পাবেন তার চেয়ে কিছুটা কম হারে।

    আগে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য অনুর্ধ্ব ১৫ লাখ, ১৫ লাখ থেকে ৩০ লাখ এবং ৩০ লাখের ঊর্ধ্বে – এমন তিনটি ধাপ ছিল।

    এছাড়াও ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদের ওপর পাঁচ শতাংশ হারে এবং ১৫ লাখের বেশি অংকের বিনিয়োগে সুদের ওপর ১০ শতাংশ হারে উৎসমূলে কর কেটে রাখা হয়।

    কোন সঞ্চয়পত্রে কেমন মুনাফা?

    জাতীয় সঞ্চয় অধিদপ্তরে মোট নয়টি সঞ্চয় কর্মসূচি রয়েছে। যার মধ্যে পাঁচটির মুনাফার হার চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো –

    * পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র – এই স্কিমে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মেয়াদপূর্তিতে মুনাফার হার ১২.৪০ শতাংশ। সাড়ে সাত লাখ টাকার বেশি হলে ১২.৩৭ শতাংশ।

    * তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র – প্রথম ধাপের জন্য মেয়াদ শেষে হার ১২.৩০ এবং দ্বিতীয় ধাপে ১২.২৫।

    * পেনশনার সঞ্চয়পত্র – সবচেয়ে বেশি মুনাফা ধরা হয়েছে পেনশনার স্কিমে। পাঁচ বছরের মেয়াদ পার হলে প্রথম স্তরের জন্য ১২.৫৫ শতাংশ। দ্বিতীয় স্তর অর্থাৎ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের জন্য এই হার ১২.৩৭।

    * পরিবার সঞ্চয়পত্র – বাংলাদেশে পরিবার সঞ্চয়পত্রের কেনার প্রবণতা বেশি দেখা যায় বলে অভিমত ব্যাংক কর্মকর্তাদের। এই স্কিমে দুই ধাপে যথাক্রমে ১২.৫০ ও ১২.৩৭ সুদহার ধার্য করা হয়েছে।

    * ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব – তিন বছর মেয়াদী স্কিমটির ক্ষেত্রে ১২.৩০ ও ১২.২৫ শতাংশ সুদ নির্ধারণ করেছে সরকার।

    প্রবাসীদের জন্য থাকা তিনটি বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবসহ চারটি স্কিম অপরিবর্তিত থাকার কথা জানানো হয় প্রজ্ঞাপনে।

    গ্রাহকের কী লাভ?

    বাংলাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে বিনিয়োগের একটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে সঞ্চয়পত্র কেনা। নিয়মিত ও ঝুঁকিহীন আয়ের ব্যবস্থা হয় এতে।

    লাখ-লাখ পরিবার আছে যারা সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফা দিয়ে তাদের পারিবারিক ব্যয় চালান।

    তবে বিগত বছরগুলোয় সঞ্চয়পত্র বিক্রিতে সরকার নানা ধরনের নিয়মকানুন আরোপ করে। ২০২১ সালে সঞ্চয়পত্রে সুদের হার কমিয়ে দিলে অনেকেই এতে বিনিয়োগে আগ্রহ হারান।

    এর ফলে মানুষ সঞ্চয়পত্রের বদলে শেয়ার বাজার বা অন্যান্য খাতে বিনিয়োগ করবে, ২০২২ সালে এমন প্রত্যাশার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদার।

    এসবের সঙ্গে যুক্ত হয়েছিল ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ।

    ফলে সাম্প্রতিক বছরগুলোতে প্রয়োজনীয় খরচ মেটাতে সঞ্চয়পত্র ভেঙে ফেলার প্রবণতা বেড়ে গিয়েছিল।

    “সুদের হার কমে যাওয়ায় লোকজন মুখ ফিরিয়ে নিয়েছিল। জনসাধারণ সঞ্চয়পত্রের প্রতি আকৃষ্ট হতো না,” বলছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী।

    অনেকে এই সময়ে ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়ের দিকে ঝুঁকেছেন।

    “মানুষকে আকৃষ্ট করার জন্য সুদের হার কমপিটিটিভ (প্রতিযোগিতামূলক) করা হয়েছে বলে মনে করি। নেট বিক্রি বেশি হলে সরকারে হাতে টাকা আসবে,” বলেন মি. মুজেরী।

    কিন্তু উচ্চ মূল্যস্ফীতি এখনো বহাল। সাংসারিক ব্যয় ও নৈমিত্তিক প্রয়োজন মেটাতে গিয়ে পূর্ণ মেয়াদের আগেই সঞ্চয়পত্রের অর্থ তুলে ফেলা মানুষও কম নয়।

    হাবিবুল ইসলাম নামে একজন বলছিলেন, “টাকার টানাটানি পড়ে যাইতেছিল, তাই সঞ্চয়পত্রটা ভেঙে ফেলতে হইলো।”

    অর্থনীতিবিদ কে মুজেরী বিবিসি বাংলাকে বলেন, “সহসা মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সামনে রমজান, তাই মূল্যস্ফীতি বরং আরো উচ্চ হতে পারে।”

    “এমন অবস্থায় সুদের হার বাড়ালেই বিক্রয় এবং সঞ্চয়ের পরিমাণ বাড়বে কী-না, এটি একটি প্রশ্ন,” যোগ করেন তিনি।

    এ বিষয়ে সঞ্চয় অধিদপ্তরে যোগাযোগ করা হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারো মন্তব্য পাওয়া যায়নি।

    তবে, একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানান, মানুষকে সঞ্চয়পত্রে বিনিয়োগকে ‘আকর্ষণীয়’ করতেই সুদহার ‘বাজারভিত্তিক’ করার উদ্যােগটি তারা বাস্তবায়ন করছেন।

    অবশ্য, অর্থনীতিবিদ কে মুজেরী মনে করেন, সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ বাড়িয়ে রাজস্ব ঘাটতি সামাল দেয়ার চেষ্টা রয়েছে সরকারের পক্ষ থেকে।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, মুনাফার হার বাড়ানোয় সঞ্চয়পত্রের ওপর যাদের পারিবারিক ব্য়য় নির্ভরশীল, তারা উপকৃত হবেন।

    “এখন সঞ্চয়পত্র থেকে যে আয়টা হয়, সেটা কিছুটা হলেও বাড়বে। ফলে তাদের হাতে কিছু বাড়তি অর্থ আসবে, যা দিয়ে নিত্যপ্রয়োজনীয় বাজার কিংবা সন্তানের পড়ালেখার ব্যয়বহনের মতো বিষয়গুলোতে কিছুটা সুবিধা তারা পাবেন,” বলেন তিনি।

    দ্রুতই QR Code-এর জনপ্রিয়তা বাড়ছে, জানুন সুবিধা ও অসুবিধা

    “কিন্তু, অর্থনৈতিক পরিস্থিতির যদি পরিবর্তন না হয়, তাহলে সামগ্রিক অর্থনীতির খুব একটা উপকার এতে হবে না,” বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় তথ্য নতুন নিয়ে, মুনাফা সঞ্চয়পত্রের মুনাফা সঞ্চয়পত্রের,
    Related Posts
    রাষ্ট্রদূত

    সেনাবাহিনীর ২ মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

    September 22, 2025
    আমির হামজা

    বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা

    September 22, 2025
    এনআইডি

    এনআইডি সংশোধনে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

    September 22, 2025
    সর্বশেষ খবর
    রাষ্ট্রদূত

    সেনাবাহিনীর ২ মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার

    The Veto Winner Secures a Spot in the Final Four

    Big Brother 27 Week 11: The Veto Winner Secures a Spot in the Final Four

    Golden Bachelor

    ‘Golden Bachelor’ Season 2 Brings Back Familiar Face From Reality TV Past

    ceedee lamb injury update

    CeeDee Lamb Injury Update: Cowboys Star WR Leaves Game vs Bears with Ankle Issue

    What TV channel is Bears vs. Cowboys

    Cowboys vs. Bears Highlights: Caleb Williams Leads Chicago to First Win of Ben Johnson Era

    slow horses season 5

    Slow Horses Season 5 Release Date and How to Watch for Free on Apple TV+

    ford motor company world headquarters

    Ford Motor Company World Headquarters Relocates After 70 Years

    Where and how to watch 'Big Brother' tonight

    Where and How to Watch ‘Big Brother’ Tonight: Channel, Time, and Streaming Options

    NYT Strands Hints

    Today’s NYT Strands Hints and Answers for September 22 Puzzle #568

    Today's Wordle Hints

    Today’s Wordle Hints and Answer for September 22, Puzzle #1556

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.