জুমবাংলা ডেস্ক: নামিদামি ব্র্যান্ড এপেক্সের নামে এপক্সও এডক্স আর বাটার নামে বালা লোগো দিয়ে নকল স্যান্ডেল তৈরি করা হচ্ছে রাজধানীর পোস্তগোলা এলাকায়। সেসব স্যান্ডেল বিক্রি করা হয় ঢাকাসহ সারাদেশে। অনেক সাধারণ ক্রেতা লোগো দেখেই মনে করেন সেগুলো এপেক্স বা বাটার। কিন্তু স্যান্ডেলগুলো আসলে এই ব্র্যান্ডগুলোর নকল। আর এভাবেই ঠকছেন ক্রেতারা।
পোস্তগোলার আলম মার্কেটে এভাবে নকল জুতা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযানে নকল পণ্য তৈরির দায়ে আব্দুস সাত্তার নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, এপেক্স স্যান্ডেলের লোগো নকল করে এডক্স ও এপক্স এবং বাটার লোগো নকল করে দেওয়া হয় বালা নাম। এভাবেই লোগো নকল করে বাজারে ছাড়া হচ্ছিল জুতা। অভিযানে জরিমানার পাশাপাশি ভোক্তার স্বার্থে নকল পণ্য তৈরি করার বিভিন্ন উপকরণ তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানে অভিযুক্ত ব্যক্তির কারখানায় সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্তগোলা ছাড়াও জুড়াইন ও বনশ্রীসহ দেশব্যাপী মোট ৭০টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। অভিযানে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫৭টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ ৫০০ টাকা প্রদান করা হয়। তবে প্রতিষ্ঠাটির নাম ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানায়নি অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।