বিনোদন ডেস্ক : গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে ভেঙে গেছে জীবনমুখী গানের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর সংসার। আর এই গুঞ্জনের সূচনা হয়েছে এই গায়কের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। একটি ছবি পোস্ট করে তিনি লিখেন— ‘যা! অবশেষে ডিভোর্সটা হয়েই গেলো।’
তারপর থেকে প্রশ্ন উঠেছে, স্ত্রী সুমিতার সঙ্গে কি ছাড়াছাড়ি হচ্ছে, নাকি নতুন কোনো গানের শিরোনাম এটি। নেটিজেনরা বিষয়টি নিয়ে নানারকম মন্তব্য করলেও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নচিকেতা নিজেই।
নচিকেতা-সুমিতা দম্পতির একমাত্র কন্যা ধানসিঁড়ি। পড়াশোনা শেষ করে প্লে ব্যাক শুরু করেছেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় একটি সংবাদমাধ্যম। ধানসিঁড়ি বলেন, ‘আমি জানি না, বাবা কেন এরকম লিখেছেন। বিষয়টা বুঝতেও পারছি না।’ বাবার সঙ্গে কথা হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে ধানসিঁড়ি বলেন, ‘এখন ভরা সিজন। বাবার হাতে প্রচুর কাজ, তাই এ নিয়ে কথা বলার সুযোগই হয়ে উঠছে না। আর যদি ওনারা সিদ্ধান্ত নিয়েও থাকেন সেটা তো ওনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’
মা সুমিতার সঙ্গে কথা বলেছেন কিনা? এ প্রশ্নের জবাবে ধানসিঁড়ি বলেন, ‘মাকে প্রশ্ন করেছিলাম। কিন্তু ধমক দিয়ে মা বললেন, ‘যা নিজের কাজ কর। এই নিয়ে তোকে ভাবতে হবে না।’
বাবার মতো মেয়ে ধানসিঁড়িও ডিভোর্সের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। তবে নেটিজেনদের অনেকে বিষয়টি খোলাসা করেছেন। একজন লিখেছেন— ‘‘পেসমেকার’ শিরোনামে একটি গান আসছে নচিকেতার। সেই গানের একটি পঙক্তিতেই আছে ‘ডিভোর্স’ কথাটা।’’
নচিকেতার কলেজ জীবনের বন্ধু তার স্ত্রী সুমিতা। দাম্পত্য জীবনে এ জুটির কোনো জটিলতার খবর কখনো সামনে আসেনি। বরং নচিকেতা তার ক্যারিয়ারের শুরু থেকে স্ত্রীকে সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।