বিনোদন ডেস্ক : বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা নিজেদের কর্মকান্ডের কারণে জেলের হাওয়া খেয়েছেন। কখনো ব্যক্তিগত কারণে আবার কখনো বিতর্কের কারনে আইনি ঝামেলায় জড়িয়ে ছিলেন। এই প্রতিবেদনে তেমনি এক ভোজপুরি অভিনেতা গায়কের সম্পর্কে কথা বলা হয়েছে।
আসলে তিনি হলেন খেসারি লাল যাদব, ভোজপুরি সিনেমার শীর্ষ তারকাদের মধ্যে অন্যতম। যার জীবন যুদ্ধের কথা প্রায় সকলেরই জানা। খেসারী লাল শুধুমাত্র একজন চমৎকার অভিনেতা এবং গায়কই নন। কিন্তু একবার তার একটি গান নিয়ে বিতর্ক এতটাই বেড়ে ছিল যে তাঁকে জেলে যেতে হয়েছিল।
খেসারী লাল যাদবের শৈশব কেটেছে প্রবল দারিদ্র্যের মধ্যে। বিখ্যাত হওয়ার আগে তিনি রীতিমত দুধ ও লিথি চোখা বিক্রির কাজও পর্যন্ত করেছেন এই অভিনেতা। আর আজ তার কোটি টাকার সম্পত্তির মালিক। তবে একবার খেসারিকে জেলে যেতে হয়েছিল টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার জন্য।
আসলে একটি গানের কারনে জেলে যেতে হয়েছিল। যে গানটি ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে নিয়ে রচিত হয়েছিল। যখন ওই গানটি সানিয়ার কানে গিয়ে পৌঁছোয়, তখন তার এটি মোটেও পছন্দ হয়নি। তাই তিনি বিরক্ত হয়ে খেসারির বিরুদ্ধে মামলা করে দেন। যার দরুন তাকে জেলে যেতে হয়েছিল।
এই গানটি সম্পর্কে এক সাক্ষাত্কারে, খেসারি বলেছিলেন, ‘যখন সানিয়া মির্জা শোয়েব মালিকের সাথে বাগদান করেছিলেন, তখন আমি তাকে নিয়ে একটি গান তৈরি করেছিলাম। তা শুনে তিনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এরপর তিনদিন জেলে থাকতে হয়েছিল।’
বর্তমানে বিনোদনের দুনিয়ায় মানুষের আগ্রহের তালিকায় স্থান পেয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউড-টলিউড এর সাথে সমান তালে বাড়ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তাও। সেই জগতের একটি বড়ো নাম হল খেসারি লাল যাদব। দিন দিন তার জনপ্রিয়তা দেশের পাশাপাশি বিদেশেও বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।