বিনোদন ডেস্ক : ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার মতোই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার বোন আনাম মির্জা। তবে বড় বোনের মতো ক্রীড়া ক্ষেত্রে নয়, ফ্যাশন ও ব্যবসার মতো এক আলাদা জগতে।
সুন্দরী আনাম মির্জা একজন সফল ব্যবসায়ী। সেইসঙ্গে আরও একটি পরিচয় রয়েছে তার। সানিয়ার এই বোন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের পুত্র মোহাম্মদ আসাদউদ্দিনের স্ত্রীও।
আনাম মির্জা সম্পর্কে অজানা তথ্যগুলো নিচে পাঠকদের জন্য তুলে ধরা হলো-
আনাম মির্জা একজন উদ্যোক্তা এবং ফ্যাশন ব্যবসায়ী। তার স্বামীর নাম মোহাম্মদ আসাদউদ্দিন, যিনি ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে।
অবশ্য আনাম মির্জার এটি দ্বিতীয় বিয়ে। তিনি প্রথমে ২০১৬ সালে আকবর রশীদকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি মোহাম্মদ আসাদউদ্দিনকে বিয়ে করেন।
আনাম হায়দরাবাদের নাসর স্কুল থেকে তার স্কুলজীবন সম্পন্ন করেন। পরে তিনি সেন্ট ফ্রান্সিস কলেজ ফর উইমেন থেকে মাস কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
আনাম মির্জা ও মোহাম্মদ আসাদউদ্দিনের একমাত্র মেয়ে দুয়া। বিয়ের চার বছর পর ২০২২ সালে তার জন্ম হয়।
আনাম মির্জা তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড The Label Bazaar প্রতিষ্ঠা করেছেন। যা মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ ও দুবাইয়ে প্রদর্শনী ও ফ্যাশন শো-এর মাধ্যমে তার খ্যাতি বাড়িয়েছে। এছাড়া তিনি তার মেয়ের নামে আরেকটি ফ্যাশন ব্র্যান্ড Dua চালু করেছেন।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে আনাম মির্জার মোট সম্পদের পরিমাণ ৩৩১ কোটি রুপি। যা তার বোন সানিয়া মির্জার মোট সম্পদ (২১৬ কোটি রুপি) থেকেও ঢের বেশি। সূত্র: ডিএনএ ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।