২১ বছর পরে এক মঞ্চে সঞ্জয় ও মাধুরী

সঞ্জয়-মাধুরী

বিনোদন ডেস্ক : নব্বই দশকের আলোচিত জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। পর্দার প্রেম থেকে শুরু হয়েছিল তাদের বাস্তব জীবনের প্রেম।

সঞ্জয়-মাধুরী

এরপর নানা বিতর্ক আর অভিযোগের পাহাড়ে বিচ্ছেদ হয় তাদের। এর ২১ বছর পর করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন সঞ্জয়-মাধুরী।

বাবা-মাকে এই অবস্থা দেখে সুহানার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল

সেই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে একই মঞ্চে হাজির হয়েছিলেন তারা। সেই মঞ্চে একে-অপরকে ‘স্যার’ ও ‘ম্যাম’ সম্বোধন করতে দেখা যায় তাদের।