রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণ ও আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে আয়োজিত পিঠা উৎসবে অংশ নিতে গেলে শিক্ষার্থীদের একাংশ তার দিকে স্লোগান দিতে শুরু করে এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি এড়াতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিযোগ করেন, হামলার পেছনে ছাত্রদল ও যুবদল জড়িত। তিনি বলেন, “এভাবে হামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।”
জাতীয় নাগরিক পার্টির মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম জানিয়েছেন, এই ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে ১১ দলীয় জোট আজ দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


