স্পোর্টস ডেস্ক : মেহেদি হাসান মিরাজের পর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। মিরাজ সেঞ্চুরি পূর্ণ করেন ১১৫ বলে। শান্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ১০১ বলে। তার সেঞ্চুরির ইনিংসটি ৯টি চার আর দুটি ছক্কায় সাজানো।
এদিকে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ পাহাড় সম রানের স্কোর করেছে। আফগানিস্তানকে টার্গেট দিয়েছে ৩৩৫ রানের। বাংলাদেশ হারায় ৫ উইকেট।
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৩০তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন শান্ত। চলতি বছরে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৩ বলে ১২টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন শান্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি। ২৩ টেস্টের ক্যারিয়ারে ৪টি সেঞ্চুরি হাঁকান শান্ত।
চা-মরার লড়াইয়ের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ৬০ রান করে ফেরেন নাইম। তার আগে ৩২ বলে করেন ২৮ রান।
এমন ভালো শুরুর পর ব্যাটিংয়ে নেমেই আউট হন তাওহিদ হৃদয়। তিনি ২ বলে শূন্য রানে ফেরেন। ৬৩ রানে দুই উইকেট পতনের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে দলের হাল ধরেন মিরাজ। তৃতীয় উইকেটে তারা ১৯০ বলে ১৯৪* রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান।
বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডিং আনলো হনর, থাকছে দুর্ধর্ষ সব ফিচার
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ৩৩৪/৫ (৫০ ওভার)
মিরাজ ১১২, শান্ত ১০৪, নাঈম ২৮, সাকিব ৩২
আফগানিস্থানের পক্ষে মুজিব উর রহমান ও গুলবাদিন নায়েব ১টি করে উইকেট পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।