লাইফস্টাইল ডেস্ক : গোটা বিশে তিন হাজারেরও বেশি সাপের প্রজাতি রয়েছে। আর বেশিরভাগ সাপই রঙিন। প্রতিটি সাপ বছরে দু-একবার খোলস ত্যাগ করে, তো কখনো ভেবেছেন তাদের খোলস স্বচ্ছ কেন? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর জেনে নিন।
১) প্রশ্নঃ ভারতের কোন দুটি রাজ্যের উপর দিয়ে দামোদর নদী প্রবাহিত হয়েছে?
উত্তরঃ ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ।
২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি?
উত্তরঃ ইন্ডিয়ান কিং কোবরা।
৩) প্রশ্নঃ বীরবল কোন কবির ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
৪) প্রশ্নঃ কোন পাখির ওজন একটা কয়েনের জন্য চেয়েও কম?
উত্তরঃ হামিং বার্ড এর ওজন একটা কয়েনের চেয়েও কম।
৫) প্রশ্নঃ শরীরের মধ্যে অক্সিজেন পরিবহন করে কোন রক্ত কণিকা?
উত্তরঃ লোহিত রক্তকণিকা শরীরের মধ্যে অক্সিজেন পরিবহন করে।
৬) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত কত সেকেন্ড সময়ের মধ্যে গায়িত হয়?
উত্তরঃ ৫২ সেকেন্ড সময়।
৭) প্রশ্নঃ সমুদ্রের এক লিটার জলে কতটা পরিমাণ লবণ থাকে?
উত্তরঃ সমুদ্রের এক লিটার জলে প্রায় ৩৫ গ্রাম লবন থাকে।
৮) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি নড়াচড়া করে?
উত্তরঃ ফুসফুস।
৯) প্রশ্নঃ ভারত মাতার ছবি কে এঁকেছিলেন?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
১০) প্রশ্নঃ সাপ রঙিন হলেও তার খোলস স্বচ্ছ হয় কেন জানেন?
উত্তরঃ আসলে সাপ দেখতে রঙিন হলেও তার উপরিভাগের চামড়া স্বচ্ছ হয়ে থাকে, কারণ বর্ণ তৈরি করার জন্য যে রঞ্জক পদার্থ থাকে তা পুরনো ত্বকে না থেকে সাপের সঙ্গে চলে যায়। যে কারণে তারা খোলস ত্যাগ করলেও এটি স্বচ্ছ বা সাদা রঙে দেখায়। জানিয়ে রাখি, সাপের ত্বকে যখন অতিরিক্ত পরিমাণে পরজীবী বাস করে তখনই তারা খোলস ত্যাগ করে নিজেকে সুস্থ রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।