জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাজিপুর টোল প্লাজা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনে নিষিদ্ধ এ মাছগুলো জব্দ করা হয়। মাছের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ লাখ টাকা।
পরে জব্দ হওয়া মাছগুলো সবার উপস্থিতিতে নিজামপুর কোস্ট গার্ডের স্টেশনের অদূরে মাটিতে পুঁতে ফেলা হয়।
মহিপুর রেঞ্জের বন প্রহরী ফরিদ উদ্দিন জানান, এই মাছগুলো গভির সমুদ্রের মাছ। এই মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। বিগত দিনে এই মাছ আমরা জব্দ করে মাচি চাপা দিয়েছি।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল মাছ ব্যবসায়ী নিষিদ্ধ শাপলা পাতা মাছ মহিপুর মৎস্য বন্দর থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছে। পরে হাজিপুর টোল প্লাজায় সুগন্ধা পরিবহন তল্লাশি করে গাড়ির ছাদে চটে পেঁচানো অবস্থায় দুটি মাছ জব্দ করা হয়। যার অনুমানিক ওজন ৫০০ কেজি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
খড়গপুর থেকে আইআইটি করা ছেলেটি আজ গুগলের সিইও, সুন্দর পিচাইয়ের বেতন জানলে চমকে যাবেন আপনিও
পরে মহিপুর বন বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে শাপলা পাতা মাছ দুটিকে মাটিতে পুঁতে রাখা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।