আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনের মাধ্যমে মাত্র ৬ দিন বয়সী এক নবজাতককে বিক্রির চেষ্টা করছিলেন তার বাবা। সাড়ে ১৬ লাখ টাকায় শিশুকে বিক্রি করে টাকা নিচ্ছেন। এমন সময় দেশটির গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। খবর গালফ নিউজের।
ইরাকি ওই বাবা তার নবজাতকের সঙ্গে একটি আইফোনও বিক্রির চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরাকের গোয়েন্দা সংস্থা।
ভিডিওতে দেখা যায়, ওই বাবা শিশুকে বিক্রি করে টাকা নিচ্ছেন। এই ভিডিওর সূত্র ধরেই গোয়েন্দা বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সংস্থাটি জানায়, হতাশার মধ্যে ছিলেন বলেই তিনি তার সন্তানকে ১৫ হাজার ডলার বা সাড়ে ১৬ লাখ টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছেন। তিনি তার সদ্যজাত সন্তানকে বিক্রির জন্য অনলাইনের তোলেন। তবে ওই বাবাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচের দেশ ইরাকে বহুদিন ধরে যুদ্ধের কারণে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। ফলে দেশটিতে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।
সূত্র: গালফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।