বিনোদন ডেস্ক : বর্তমানে সাইফ আলি খান বলিউড দুনিয়ার একটা বড় নাম হয়ে উঠেছেন। শুধুমাত্র একটা দুটো নয় প্রচুর বলিউডের হিট সিনেমায় সাইফ আলী খানের অভিনয় নজর কেড়েছে। একাধিক সুপার হিট সিনেমার মাধ্যমে পুরো বলি দুনিয়াকে নিজের দিওয়ানা করে তুলেছিলেন সাইফ আলি খান।
এখন শুধুমাত্র ভারত মায়ের সারাবিশ্বের সাইফ আলি খান অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হিসেবে পরিচিতি পান। তার কাছে পয়সার কোন কমতি নেই। শুধুমাত্র অভিনয় নয়, তার বাবা ছিলেন বিরাট বড় জমিদার। তাই তাদের কাছে অগাধ সম্পত্তি রয়েছে। তবে সাইফ আলি খান বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চার মধ্যে রয়েছেন তার কন্যার জন্য।
সাইফ আলী খানের কন্যা নিজেও বলিউড দুনিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার পর থেকেই সারা আলি খান তার অভিনয় দক্ষতার জন্য প্রশংসা কুড়িয়েছেন সকলের। তার পাশাপাশি আজকে তিনি যে জায়গায় পৌঁছেছেন, তার জন্য তিনি তার বাবার সাহায্য খুব একটা পান নি, বরং তিনি নিজের যোগ্যতায় এতদূর আসতে পেরেছেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, তার কন্যা সারা আলি খানের জন্যই নাকি নিজের প্রথম স্ত্রী অমৃতা সিং কে ডিভোর্স করতে বাধ্য হয়েছিলেন অভিনেতা সাইফ আলী খান।
সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সব জায়গায় তাদের দুজনের এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, সারা আলি খানকে নিয়ে কেন তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া হতো এবং কেন তারা একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন?
সারা আলি খান এই মুহূর্তে বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। কাজ করতে দেখেছি। তবে, তার জন্যই নাকি সাইফ আলী খান এবং অমৃতা সিং এর বিবাহিত জীবন কোনদিনই খুব একটা ভালো ছিল না।
আজকের দিনে দাঁড়িয়ে তাকে নিয়ে এই ব্যাপারে আলোচনা করতে শুরু করেছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। জানা যাচ্ছে, শুধুমাত্র তার কন্যা সারা আলী খানের জন্যই নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলেন অভিনেতা সাইফ আলী খান।
ভাইরাল হওয়া ভিডিওর মেয়েটি অঞ্জলি অরোরাই, নতুন ভিডিওতে চাঞ্চল্য
জানা যাচ্ছে, সাইফ আলী খান এবং অমৃতা সিং এর বিবাহিত জীবন খুব একটা সুখের কখনোই ছিল না। সব সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো এবং তাদের দুজনের এই ঝগড়ার খারাপ প্রভাব পড়তে শুরু করেছিল তাদের কন্যা সারা আলী খানের উপরে। যতই একে অপরের সঙ্গে সমস্যায় জড়ান না কেন, নিজের কন্যার ব্যাপারে সব সময় অত্যন্ত রক্ষণশীল ছিলেন সাইফ আলী খান। এই কারণেই যাতে নিজের কন্যার কোনরকম ক্ষতি না হয়, তার জন্যই নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন সাইফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।