সারা আলীর ছবি নিয়ে তোলপাড়

সারা

বিনোদন ডেস্ক : জিমের ফ্লোরে পাতা ইয়োগা ম্যাট। তার ওপরে বসে আছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। তার পরনে ওয়ার্কআউটের পোশাক। কিন্তু বিরক্তিকর ভঙ্গিতে পেটের চর্বি দেখাচ্ছেন এই অভিনেত্রী।

সারা

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কোলাজ করে ৩টি ছবি পোস্ট করেন সারা আলী খান। কোলাজের টপের ছবিতে এমন লুকে ধরা দিয়েছেন সাইফ আলী খানের কন্যা।

এ ছবিতে সারা আলী খান লিখেছেন, ‘সত্যি বলতে, টপের ছবিটি পোস্ট করতে খুব অস্বস্তি বোধ করছি। কিন্তু আমি গর্বিত। কারণ দুই সপ্তাহের মধ্যে এটি কমাতে সক্ষম হয়েছি। ওজন কমানের বিষয়টি আমার কাছে সবসময়ই সংগ্রামের।’

সারা আলী

সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। ২০১৮ সালের ডিসেম্বরে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। কিন্তু বলিউডে পা রাখার কয়েক বছর আগেও সারার ওজন ছিল ৯৬ কেজি।

জীবনসঙ্গী হিসেবে যেসব পুরুষদের পছন্দ নয় মহিলাদের

জানা যায়, পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছিলেন সারা। হরমোনজনিত এই সমস্যার কারণে ওজন কমাতে বেশ সমস্যার মুখে পড়তে হয় তাকে। কিন্তু শেষ পর্যন্ত আকর্ষণীয় গড়নে নিজেকে আনার সংগ্রামে সফল হন এই অভিনেত্রী।