সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভূক্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ওই দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিত ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় যাচাই-বাছাই অন্তে ১৭৭২টি প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত করেন। বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর আলোকে আন্ত মন্ত্রণালয়ে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করেন। যা অত্যান্ত ধীরগতি।
ইতিপূর্বে স্বীকৃতি প্রাপ্ত ৫৭টি এবং অনলাইনে আবেদনকৃত ১৭৭২টি বিদ্যালয় তাদের দাবীর পক্ষে শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় আন্দোলন করলে কর্তৃপক্ষ বারবার মৌখিক আশ্বাস দেয়।
তারা বলেন, মানবেতর জীবন যাপনকারী শিক্ষক কর্মচারীরা তাদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী ব্যাক্তিদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের প্রচেষ্ঠা চালালেও সরকার তাদের দাবির প্রতি কোন কর্ণপাত করছে না। অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
তাদের পাঁচ দফা দাবি হলো-
১. অনতিবিলম্বে সকল বিশেষ (আটস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি সুনিশ্চিত করতে হবে।
২. সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।
৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃদ্ধি ৩০০০ টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিডডে মিল সহ উচ্চ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে।
৪. ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সকল
৫. চাকরী ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যাক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করতে হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইলিয়াস রাজ, মূখ্য সমন্বয়ক মো. গাউসুল আজম শীমু, সমন্বয়ক মোছা. রিমা খাতুন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



