সারাদেশে টানা বৃষ্টিপাত নিয়ে নতুন তথ্য

Desh Rain

জুমবাংলা ডেস্ক : মাঘ বিদায় নিয়ে প্রকৃতিতে ছড়িয়েছে ফাল্গুনের হাওয়া। তবে ভোরের দিকে কুয়াশার দাপট এখনো বিরাজমান। এরমধ্যেই বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Desh Rain

অন্যদিকে দেশজুড়ে ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাতের কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে একনাগাড়ে এই বৃষ্টিপাত হবে কিনা, সে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী ২০ এ ফেব্রুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উল্লেখিত ৫ দিন একনাগাড়ে বৃষ্টিপাত হবে না। এমনকি সারাদিন ধরে বৃষ্টিপাত হবে না।’

Rain

এই আবহাওয়াবিদ আরও লিখেছেন, ‘বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর থেকে বাংলাদেশের পশ্চিম দিকের বিভাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দেশের মধ্যাঞ্চলের বিভাগগুলোর উপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের দিয়ে অতিক্রম করবে। তবে খুলনা বিভাগে কোনো কোনো জেলার উপরে ৪ দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগে ২ দিন।’

দেশে আবারও বাড়ল স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম

এদিকে আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।