বিনোদন ডেস্ক : এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। যদিও কটাক্ষের বাইরে গিয়ে অনেকেই আবার সারার এই বিশেষ সেলিব্রেশনের মুহূর্তকে উপভোগ করলেন। সারা আলি খান নিজের অতীতের একাধিক ছবি নিজেই শেয়ার করেছিলেন।
সারা আলি খান। বলিউডে এই স্টারকিড যখন প্রথম পা রাখে, তখন তিনি একেবারে বোল্ড লুকে ছক্কা হাকিয়েছিলেন। কিন্তু তাঁর অতীতে এমন অনেক বিষয় রয়েছে, যা নিয়ে মাঝে মধ্যেই চর্চা ওঠে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি ধীরুভাই আম্বানি স্কুল থেকে সারা আলি খানের গ্র্যাজুয়েড হওয়ার ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। যেখানে তিনি নীতা আম্বানি ও আমির খানের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন। সেই ভিডিয়োতেই দেখা যায় তাঁকে সারা সুলতান বলে ডাকতে। তারপর থেকেই জল্পনা ওঠে তুঙ্গে। নেটিজ়েনদের একশ্রেণি প্রশ্ন তুলতে শুরু করেন, যে কেন তাঁকে সকলে সুলতান বলে ডাকছেন। যার উত্তরে অপর শ্রেণিকে বলতে শোনা যায়, আগে তাঁদের পদবী সুতানই নাকি ছিল।
গৃহকর্মীর সঙ্গে যা করলেন রজনীকান্ত (ভিডিও)
যদিও একবার এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছিল সারা আলি খানকে। যেখানে তিনি বলেছিলেন একবার তাঁকে বিমান বন্দরে ধরা হয়েছিল। কারণ একটাই, তাঁর পাসপোর্ট ও ভিসা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছিল। যেখানে মূল কারণ ছিল তাঁর ছবি। তিনি এক ধাক্কা. ৯৬ কেজি ওজন কমিয়ে দিয়েছিলেন, অন্যদিকে সুলতান পদবী। তবে এরবেশি কিছু মন্তব্য করতে দেখা যায়নি।
এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। যদিও কটাক্ষের বাইরে গিয়ে অনেকেই আবার সারার এই বিশেষ সেলিব্রেশনের মুহূর্তকে উপভোগ করলেন। সারা আলি খান নিজের অতীতের একাধিক ছবি নিজেই শেয়ার করেছিলেন। যা নিয়ে নিজেই স্পষ্ট মন্তব্য করতে পিছপা হননি। নিজেই জানিয়েছিলেন তাঁর শরীরে ওজন নিয়ে সমস্যার কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।