সারা-জাহ্নবীর বন্ধুত্ব হয় যেভাবে

সারা-জাহ্নবী

বিনোদন ডেস্ক : গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ সিজন ৭’। অন্যান্যবার টেলিভিশনে এই জনপ্রিয় চ্যাট শো দেখা গেলেও, চলতি বছর তা দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ডিজনি প্লাস হটস্টারে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে ৭টায় সম্প্রচারিত হচ্ছে কর্ণ জোহরের চ্যাট শো। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত থাকছেন তারকারা। আর তাঁদের সঙ্গে কথাবার্তা বলছেন কর্ণ। চ্যাট শোয়ে উঠে আসছে একাধিক গোপন তথ্য। তেমনই সম্প্রতি যে প্রোমো প্রকাশিত হয়েছে সোশ্য়াল মিডিয়ায়, তাতে কর্ণের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে সারা আলি খান ও জাহ্নবী কপূরকে। দুই স্টার কিডের বন্ধুত্বের কথা অজানা নয় নেটিজেনদের। দুই তারকা বিভিন্ন সময়ই একে অপরের সঙ্গে ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে থাকেন। কিন্তু এই দুই স্টার কিডের বন্ধুত্ব হল কীভাবে? ‘কফি উইথ করণ’-এর আগামী এপিসোডে জানা যাবে তা বিস্তারিতভাবে। তার আগে তারই সামান্য ঝলক দেখা গেল।
সারা-জাহ্নবী
সারা আলি খান ও জাহ্নবী কপূরের বন্ধুত্ব-
বহু সময়ে এমনটা বলা হয়ে থাকে যে, বলিউডে নায়িকারা নাকি কেউ কারও বন্ধু হন না। তাঁদের মধ্যে সবসময়ই একটা প্রতিযোগিতা চলতে থাকে। একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা লেগেই থাকে। কিন্তু সেই সময় যে পেরিয়ে গিয়েছে, তা বার-বার প্রমাণ করে দিচ্ছেন নতুন প্রজন্মের তারকারা। উদাহরণ হিসেবে বলা যেতেই পারে সারা আলি খান ও জাহ্নবী কপূরকে। কিংবা অনন্যা পাণ্ডে থেকে সুহানা খানকে। এঁদের মধ্যে শাহরুখ কন্যা সুহানার পর্দায় আত্মপ্রকাশ অফিশিয়ালি এখনও হয়নি ঠিকই। কিন্তু তাঁর জনপ্রিয়তা বাকিদের তুলনায় একেবারেই কম নয়। কিন্তু এঁরা একে অপরের সঙ্গে দারুণ সম্পর্ক বজায় রেখে চলেন। তেমনই সারা ও জাহ্নবীর বন্ধুও চোখে পড়ার মতো। সম্প্রতি কর্ণ জোহরের শোয়ে এসে দুই অভিনেত্রীই জানালেন, কীভাবে তাঁদের বন্ধুত্ব হয়।

শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর বলছেন, ‘গোয়ায় আমরা একে অপরের প্রতিবেশী ছিলাম। আমাদের বন্ধুত্ব হয়েছিল এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। একদিন আমরা কথা বলতে শুরু করি। আর আমরা টানা কথা বলে গিয়েছিলান সকাল ৮টা পর্যন্ত।’ কর্ণ জোহর তাঁর চ্যাট শোয়ে দুই অভিনেত্রীর জীবনের নানা বিষয় প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে জাহ্নবী আবার জানান, ডিজনিল্যান্ড ট্যুরে গিয়ে তিনি কীভাবে সারাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সারার ডেয়ারডেভিল মনোভাব তাঁর অত্যন্ত ভালো লাগে। সেটাই ছিল দুই নায়িকার জীবনের সেরা ট্রিপ। তেমনটাই জানাচ্ছেন সারা-জাহ্নবী দুজনেই। ‘কফি উইথ করণ’-এর দ্বিতীয় এপিসোডে দেখা যাবে এই দুই স্টার কিডকে। যা সম্প্রচারিত হবে ১৪ জুলাই।

আথিয়া ও রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বাবা সুনীল