বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারা খান। একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে। সেখানেই প্রতিযোগী হিসেবে ছিলেন আলি মার্চেন্ট। ‘বিগ বস’-এর ঘরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। কিছুদিন পরই তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। সারা খানের জীবনে এসেছে নতুন প্রেম। ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী? কে সে? যাঁকে মন দিলেন সারা?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারা খানের জীবনে নতুন প্রেম-
বেশ কিছুদিন ধরেই শান্তনু রাজে নামে এক যুবকের সঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছিল অভিনেত্রী সারা খানকে। বিভিন্ন সূত্রের খবর, এই শান্তনু রাজে পেশায় একজন পাইলট। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তাঁদের নানা জায়গায় দেখা যাচ্ছিল। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছিল, দুজনে সম্পর্কে রয়েছেন। কিন্তু প্রকাশ্যে তাঁরা সম্পর্কের কথা স্বীকার করেননি। অবশেষে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন সারা খান। জানিয়ে দিলেন তিনি শান্তনু রাজের সঙ্গেই সম্পর্কে আবদ্ধ হয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা খান বলেন, ‘হ্যাঁ, আমি আর শান্তনু সম্পর্কে রয়েছি। বেশ কিছুদিন ধরেই আমরা একে অপরকে ডেট করছি। সম্পর্ক গোপনে রাখার সিদ্ধান্ত আমাদের যৌথভাবে ছিল। কারণ, ও বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে নয়। তবে, এবার আমরা প্রকাশ্যে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলতে স্বচ্ছ্বন্দ।’ একই কথা শান্তনুর গলাতেও। তিনিও বলেন, ‘হ্যাঁ, আমি আর সারা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। আর বর্তমানে এই সম্পর্কের কথা স্বীকার করতেও কোনও অসুবিধা নেই।’
প্রসঙ্গত, আলি মার্চেন্টের সঙ্গে বিচ্ছেদের পর সারা এবং আলি ফের মুখোমুখি হন রিয়েলিটি শো ‘লক আপ’-এ। সেই শো থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবেও আলিকে দোষারোপ করেন সারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।