সৌন্দর্যে বলিউড নায়িকাদের টেক্কা দেবে সচিনকন্যা সারা

সচিন-কন্যা সারা

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখছেন সারা তেন্ডুলকর? ডেবিউ ফিল্মের জন্য চুক্তিস্বাক্ষর করতেই নাকি মুম্বই এসেছেন এই স্টারকিড, জোর জল্পনা বি-টাউনে।
সচিন-কন্যা সারা
সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত স্টারকিড তিনি। ফ্যাশন আর স্টাইলের মামলায় যে কোনও বলিউড হিরোইনকে টেক্কা দেবেন সারা তেন্ডুলকর। মাঝেমধ্যেই গুঞ্জন শোনা যায়, সচিন কন্যা নাকি বলিউডে পা রাখতে চলেছেন। ফের একবার মাথাচাড়া দিয়েছে এমনই কানাঘুসো।

সারার সৌন্দর্য বরাবরই চোখ টানে। বি-টাউনে জোর কানাঘুষো ক্রিকেটের বাইশ গজ নয়, রুপোলি পর্দায় ছক্কা হাঁকানোর প্রস্তুতি নিচ্ছেন সারা। তাই ঘনঘন পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিচ্ছেন।

শনিবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন সারা। এইবার বিশেষ কারণেই মুম্বই এসেছেন সচিন-তনয়া। এমনটাই ধারণা সংবাদমাধ্যমের একাংশের।

সোশ্যাল মিডিয়ায় প্রায় ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষ ফলোয়ার্স রয়েছে ‘সচিন-কন্যা’-র। ঈর্ষা করার মতো তাঁর জনপ্রিয়তা। তাঁর পোস্ট করা প্রায় প্রতিটি ছবিই মুহূর্তে হিট নেটপাড়ায়। তাঁর গ্ল্যামারের চর্চা সর্বত্র।

লন্ডনে পড়াশোনা করেন সারা। লন্ডন-যাপনের ছবি হামেশাই উঠে আসে তাঁর দেওয়ালে। এইবার নাকি ডেবিউ বলিউড ছবির চুক্তি স্বাক্ষর করতেই সারার মায়ানগরীতে পদার্পন।

ঋতুপর্ণার ওপর ক্ষোভ প্রকাশ করলেন শ্রীলেখা