লাইফস্টাইল ডেস্ক : জন্মের পর থেকেই প্রত্যেকটা মানুষের জীবনের ‘প্ল্যানিং’ শুরু হয়ে যায়। ছোটবেলাটা যদিও খানিক নিশ্চিন্তে কাটে মা-বাবার ছায়ায়, বয়স এগোনোর সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিলবিল করে নানা প্রশ্ন। তবে যে প্রশ্নগুলো সব থেকে বেশি ‘টুকি’ দেয়, তারই কয়েকটি নিয়ে পাঠকদের সামনে তুলে ধরা হলো।
১। ‘বড়লোক’ কবে হব :
অবশ্যই টাকার অঙ্কে। চাকরির প্রথম দিন থেকেই ঠিকমতো ইনভেস্টমেন্ট, সেভিংস— যাবতীয় কীর্তিকলাপ করেও যখন যথেষ্ট বলে মনে হয় না, তখন কেমন যেন মনটা ‘লটারি লটারি’ করে!
২। এই চাকরিটা কি আমার জন্য ঠিক :
জীবনের পথে কোন ধরনের কাজ করতে চাই, তার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করব, শেষে যখন কাজ পাব, তখন মনে হবে— এই কাজের জন্যই কি এতো কিছু করা? আবার এও মনে হতে পারে যে, এই কাজের জন্য আপনি, অল্প হলেও, বেশি শিক্ষিত।
৩। প্রেম, ভালবাসা, তার পরে :
প্রেমপর্যায়ে সবই কেমন রঙিন! কিন্তু ‘কমিটমেন্ট’-এর কথা এলেই কী সব যেন মনের কোণে উঁকি মারে! ভয়-অস্বস্তি, আরও কতো কী! এবং তখনই যেন মনে হয়, এই সম্পর্ক কি ঠিক দিকেই যাচ্ছে? আমরা কি একে অন্যের জন্যই, নাকি…
৪। বিয়ে, ফুলশয্যা, মধুচন্দ্রিমা কেটে যাওয়ার পরে:
নতুন জীবনের দিনগুলো প্রায় একই রকম হতে শুরু করেছে। নানা ধরনের গুরুজনদের প্রশ্নবাণও আসতে শুরু করেছে, ‘আর কত দিন’, ‘ছেলে চাও, না মেয়ে’। নিজেরও মনে হয় তখন, ‘আমি কি এখনই সন্তান চাই’, ‘আমাদের একটিই সন্তান হবে, যাকে ভাল করে মানুষ করব’। অথচ, ডেলিভারি টেবিল-এ চোখ খুলেই দেখলেন দু’ জোড়া চোখ প্যাটপ্যাট করে চেয়ে রয়েছে আপনার দিকে! তখন মনে হওয়া খুব স্বাভাবিক, আগে যদি একটু জানতাম।
৫। কতদিন বাঁচব :
ইস্! একটু যদি জানা যেত নিজের আয়ুর কথা! সেইমতো জীবনের সব কিছুই প্ল্যান করা যেত। আর কিছুই যদি না করতে পারা যায়, তা হলে জীবনের শেষ দিনের আগে সাধের শত্রুটিকে গুছিয়ে ক্যালানোতেও বেশ আনন্দ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।