জুমবাংলা ডেস্ক : ঈদের বাজার জমজমাট হয়ে উঠেছে। বেচা-কিনি নিয়ে ভীষণ ব্যস্ত নগরীর অভিজাত বিপণী বিতানগুলো। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে তরুণ-তরুণীরা পছন্দের পোশাকের খোঁজে ছুটছেন অভিজাত মার্কেটগুলোতে। শিশু-কিশোর আর সাধারণ মানুষরাও বাদ যাচ্ছেন না এ থেকে। গরমে সুতি কাপড়ের পোশাকই বেশি পছন্দ বলে জানান ক্রেতারা।
ঈদের পোশাকে এবার তরুণীদের মন মজেছে সারারা-গারারায়। বড় ঘের, হাঁটুর নীচ থেকে কুচি দেয়া সালোয়ার, সঙ্গে ভারি কাজ করা শার্ট অথবা মাঝারি কামিজ। সুতি কাপড়ে তৈরি এ পোশাকটির নাম ‘গারারা’
তবে ঈদ এলেই শপিংমলগুলোতে দেশি পোশাকের পাশাপাশি আধিপত্য দেখা যায় ভারতীয় ও পাকিস্তানিসহ নানান ধরনের বিদেশি পোশাকের। এবার ঈদ বাজারেও বাহারি নামের কিছু ভারতীয় পোশাক আকর্ষণ করছে নারীদের। কিশোরী ও তরুণীরা মজেছে সারারা আর গারারা নামের ভারতীয় পোশাকে। কিছু দোকানি আবার গারারা পোশাককে পুষ্পা নামেও বিক্রি করছেন। এ ছাড়া ক্রপটপ গাউন আর বার্বি গাউনের দিকেও ঝুঁকছেন অনেকেই।
ফ্যাশনসচেতন নারীরা সাজ পোশাকে সবসময়ই নতুন কিছু চান। তাই বিক্রেতারাও চেষ্টা করেন ক্রেতাদের হাতে আকর্ষণীয় কিছু তুলে দিতে। ক্রেতাদের আগ্রহ বাড়াতে ভারতীয় সিনেমা বা সিরিয়ালের নামেও পোশাকের নামকরণ করেন বিক্রেতারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এসব পোশাকের মূল্য সাড়ে চার হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত।
ক্রেতারা বলছেন, ঈদে জমকালো পোশাকই তাদের পছন্দ। যারা একের অধিক পোশাক কিনছেন তারা আরামদায়ক ফেব্রিকের পাশাপাশি বেছে নিচ্ছেন ভারতীয় নজরকাড়া বিভিন্ন পোশাক।
বিক্রেতারা বলছেন, কলকাতার তুলনায় মুম্বাইয়ের পোশাকের মূল্য কিছুটা বেশি। দাম বেশি হলেও ভালো মানের পোশাকই ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন বলে দাবি তাদের।
সব কিছু ঠিক থাকলে গেল দুই বছরের লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদী বিক্রেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।