স্পোর্টস ডেস্ক : প্রায় সাড়ে ৪ কোটি রুপি হাতছাড়া হয়ে গেল শ্রীলংকার অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গার। ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার কথা ছিল এ লঙ্কান অলরাউন্ডারের।
এজন্য তার সঙ্গে ১ লাখ পাউন্ডের তথা শ্রীলংকার মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি রুপি চুক্তিও করে ফ্রাঞ্চাইজিটি।
সব কিছু ঠিক থাকলে চলতি আগস্টেই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল এ তারকা লেগ স্পিনারের।
কিন্তু সে পথ একরকম জোর করেই আটকে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দ্য হান্ড্রেড খেলতে হাসারাঙ্গাকে অনাপত্তিপত্র দেয়নি এসএলসি।
যে কারণে ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে করা প্রায় সাড়ে ৪ কোটি রুপির চুক্তি হারালেন হাসারাঙ্গা।
আসন্ন এশিয়া কাপ ও এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই হাসারাঙ্গাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি বলে জানিয়েছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানিয়েছেন, হাসারাঙ্গা যেনো ক্রিকেটের দুটি মেগা টুনামেন্টে মানসিক ও শারীরিকভাবে সেরা অবস্থায় থাকেন তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে হাসারাঙ্গাকে না পেয়ে তার বদলে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ত্রিস্তান স্টাবসকে নিয়েছে ম্যানচেস্টার অরিজিনালস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।