গত বুধবার (১৩ আগস্ট) ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দোকের বাগ্দান অনুষ্ঠান। মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া ও ক্রিকেটার অর্জুনের এই সম্পর্ক এখন সচিন তেন্ডুলকরের ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।
বাগ্দানের অনেক আগে থেকেই তেন্ডুলকর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সানিয়ার। হবু ননদ সারা তেন্ডুলকরের পাইলেটস অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।
আন্ধেরিতে আয়োজিত সেই অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর, অঞ্জলি তেন্ডুলকর, সারা ও অর্জুনের সঙ্গে উপস্থিত ছিলেন সানিয়া। অনুষ্ঠান চলাকালীন সানিয়াকে নানা কাজে সাহায্য করতে দেখা গিয়েছিল, যা প্রমাণ করে যে তিনি আগেই পরিবারের একজন হয়ে উঠেছিলেন।
সারা তেন্ডুলকর মুম্বইয়ে ব্যবসায়িক সাফল্যের পর দুবাইয়েও একটি শাখা খুলেছেন। আর অর্জুন বর্তমানে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। অন্যদিকে, সানিয়া পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাঁর নিজস্ব সংস্থাও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।