শাড়ির আঁচল সরিয়ে উদ্দাম ড্যান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবতী, ভাইরাল ভিডিও

যুবতী

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

যুবতী

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী সীমা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই আবারো পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে।

পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘সীমা ভাইব’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝলকে সীমা নামের এক মাঝবয়সী মহিলাকে নাচতে দেখা গিয়েছে। এদিন ‘কান্থালা কান্নালা’র তালেই শাড়ি লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি।

জেলের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ

ডিপ নেক লাইন কাটিং ব্লাউজে শাড়ির আঁচল উড়িয়েছিলেন তিনি। খোলা চুলে, গ্লসি মেকাপে নজর কেড়েছেন নেটজনতার একাংশের। তিনি যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, তা তাকে দেখলেই স্পষ্ট হয়। আপাতত নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্র ধরেই চর্চায় তিনি।