শাড়ি বাদ দিয়ে খোলামেলা পোশাকে সাত্যকির মা, আন্টিকে দেখে বেহুঁশ ভক্তরা

সাত্যকির মা

বিনোদন ডেস্ক : জি বাংলায় ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের রাগী আন্টি ওরফে ময়না মুখার্জী বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। ‘এই পথ যদি না শেষ হয়’ ছাড়াও এখন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। খুব কম বয়সেই তিনি অনেক খ্যাতি পেয়েছেন।

সাত্যকির মা

তবে কম বয়সেই তাকে নায়কের মায়ের ভূমিকাতেও অভিনয় করতে হয়েছে। এহেন রাগী আন্টিকে টেলিভিশনের পর্দাতে যেমনটা ‘রাগী রাগী’ মানুষ হিসেবে দেখা যায়, বাস্তবে কিন্তু তিনি ঠিক তার উল্টোটাই।

সাত্যকির মা

জি বাংলা এবং কালার্স বাংলা মিলেমিশে বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন ময়না মুখার্জি। ‘কাজললতা’ ধারাবাহিকে কাজলের মা, ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে ছোট রানীর দাসীর ভূমিকাতে অভিনয় করে নজর কেড়েছিলেন ময়না। এখন তিনি জি বাংলার দুটি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন।

সাত্যকির মা

বাংলা ধারাবাহিকে তিনি একের পর এক যে কাজ পেয়েছেন সবকটিই ছিল পজিটিভ চরিত্র। ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘খেলনা বাড়ি’ ছাড়াও ‘পিলু’ ধারাবাহিকে নায়িকার মায়ের ভূমিকাতেও কিছুদিন তার দেখা মিলেছিল। ধারাবাহিকে তাকে সব সময় শাড়ি পরেই দেখেছেন দর্শকরা। তবে ক্যামেরার বাইরে ওয়েস্টার্ন পোশাকেই দেখা মেলে তার।

সাত্যকির মা

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সপ্তাহান্তে ছুটির দিনগুলোতে মস্তি মুডেই পাওয়া গিয়েছে তাকে। ছবিগুলোতে চোখে পড়ছে তার ওয়েস্টার্ন লুক। প্রত্যেকটি ছবিতে ওয়েস্টার্ন পোশাকে দারুণ সুন্দরী লাগছে ময়না মুখার্জীকে। ধারাবাহিকের পর্দায় সবসময় যাকে শাড়ি পরেই দেখেন দর্শকরা, তার এই লুক দেখে রীতিমত ভিরমি খাওয়ার জোগাড় হয়েছেন তারা।

ভাইরাল এই ছবিগুলোর মধ্যে কোনও ছবিতে দেখা যাচ্ছে সুইম সুট পরে সুইমিং পুলের ধারে বসে আছেন তিনি। আবার কোনও ছবিতে শর্ট ফ্রক পরে নদীর ধারে হাওয়া খেতে দেখা যাচ্ছে তাকে। উর্মি রাগি আন্টি বাস্তবে ওয়েস্টার্ন পোশাক কিন্তু দারুণ ক্যারি করতে পারেন। প্রমাণ দিচ্ছে এই ছবিগুলো।

মুকেশ আম্বানীকে নিয়ে আন্নু কাপুরের মন্তব্যে তোলপাড়

উল্লেখ্য, এর আগে একটি পার্টিতে স্লিট গাউন পরে হাজির হয়েছিলেন তিনি। তখন তার সেই ছবি দেখে অবাক হলেও প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকরা। এবারেও প্রশংসা উপছে পড়ছে কমেন্ট বক্সে। সেই সঙ্গে কেউ কেউ মজা করে লিখছেন, রাগী আন্টিকে এই বেশে দেখলে তো উর্মি বেহুঁশ হয়ে যাবে!