শাড়ি ছেড়ে স্বল্প পোশাকে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো শিক্ষিকা

শিক্ষিকা

বিনোদন ডেস্ক : ‛Ucha Lamba Kad’ গানে বালির মধ্যে তুমুল নাচে ব্যস্ত তিয়াশা! মুহূর্তে ভাইরাল ভিডিও। একদিকে কেরিয়ার আর অন্যদিকে নিজের লাইফ এই দুই নিয়ে বেজায় ব্যস্ত তিনি। আর তার মধ্যেই মাঝেমধ্যে ঝড় তোলেন রিল ভিডিওতে। বর্তমানে টেলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির একজন নায়িকা হলেন তিয়াশা। জি বাংলার পর্দায় ‛কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছিল।

শিক্ষিকা

পর্দায় সহজ-সরল শ্যামবর্ণা এক গায়ের মেয়ের চরিত্রেই তার দেখা মিলেছিল। প্রথম সিরিয়াল দিয়েই তিনি করেছিলেন বাজিমাত। গোবরডাঙ্গার সাধারণ পরিবারের মেয়ে তিয়াশা। স্বামী সুবানের হাত ধরেই পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়। তারপর নিজের অভিনয় দক্ষতার জোরেই জায়গা করে নেন টলিউডের অন্দরে। এখন সুবানের চেয়েও তার জনপ্রিয়তা বেশি বলা যায়। যদিও স্বামীর সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই তার।

দুজনের সম্মিলিত মতে তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে। দুজনেই যে যার মতো কেরিয়ার নিয়ে ব্যস্ত। পাশাপাশি তিয়াশার নিজের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। তবে, এরই মাঝে অনুরাগীদের মনোরঞ্জনের জন্য রিল ভিডিওতে ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি এবার তাকে দেখা গেল বালির মধ্যে দাঁড়িয়ে ‛Ucha Lamba Kad’ গানে নাচতে। খুব সম্ভবত কোথাও শুটিংয়ের জন্য বা ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে গিয়েই রিল ভিডিওতে মেতেছেন।

ভারতে বিয়ের সময় সাতপাকে কেন ঘোরানো হয়? ৮ অথবা ১০ পাকে নয় কেন?

তিয়াশার পরণে রয়েছে সাদা-কালো রঙের টপ ও শর্ট প্যান্ট। চোখে সানগ্লাস ও পায়ে সাদা রঙের জুতো। ভিডিও শেয়ার করে তিয়াশা ক্যাপশনে লিখেছেন যে, ‛নো ক্যাপশন’। কেউ লিখেছেন ‛দারুন’। আবার কেউ লিখেছেন ‛কে বলবে এটা কৃষ্ণকলির শ্যামা’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অভিনেত্রীর এই নাচের ভিডিও।