বিনোদন ডেস্ক : এবার একটি অসাধারণ বাংলা গানের সহিত দুর্দান্ত কোমর দোলালেন একজন সুন্দরী যুবতী। পল্লীগীতি বা লোকগীতি ছাড়াও বর্তমানে একেকটি বাংলা চলচ্চিত্রের গানও টপক্লাস হিন্দি গান গুলোকে রীতিমত টক্কর দিতে সক্ষম।
কারণ বাংলা গানে থাকেনা কোনো ভেজাল, সব ধরণের মানুষ এই গানগুলির শ্রোতা। তাই এই গান সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং। এমনকী এই গানের তালে দুর্দান্ত নৃত্য পরিবেশনও করা হয়। আর বাংলা সংস্কৃতির উপর গোটা দেশের মানুষের একটি আলাদাই টান রয়েছে তা বলাই বাহুল্য।
তেমনি একসময় টলিউডের পপুলার জুটি ছিলেন জিত-কোয়েল। তাঁদের ছবি আসা মানেই ঝড়ের বেগে তা ভাইরাল হবে, সেটাই স্বাভাবিক ছিল। তেমনি জিত-কোয়েল অভিনীত ‘শুভদৃষ্টি’ ছবিটি সেই সময়ে মার্কেটে সব বাংলা সিনেমাকে পেছনে ফেলে দিয়েছিল।
এই ছবির একটি গান ছিল, ‘সোনা রোদে হাসি দেখে’ এই গানটিতে অসাধারণ অভিনয় করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এখনো এই গানটি মার্কেটে সমান হিট। এমনকী এই গানের সহিত একাধিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। এবার এই গানটির সঙ্গে দুর্দান্ত নৃত্য পরিবেশন করলেন এক সুন্দরী রমণী।
যদিও এই রমণীর নাচ বারংবার আপনি দেখেছেন। এই গান গুলোর সঙ্গে সুন্দর সুন্দর কস্টিউম পরে নানারকম পারফরম্যান্স করে থাকেন একাধিক নৃত্যশিল্পীও। কয়েকদিন আগেই একটি জনপ্রিয় পল্লীগীতিতে অসাধারণ নাচ করেছিলেন এই সুন্দরী যুবতীটি। এবার ‘সোনা রোদের হাসি দেখে’ এই গানের সহিত কোমর দোলালেন এই সুন্দরী যুবতী। যা ইতিমধ্যেই মার্কেটে ভাইরাল হয়েছে।
সম্প্রতি, এই গানের তালে মৌ হলুদ বর্ণের একটি শাড়ী, মাথায় দুটি বিনুনি, হালকা মেক-আপে নিজেকে সাজিয়ে পরিপূর্ণ করে ওই সুন্দরী রমনী খোলা প্রকৃতির মাঝেই অসাধারণ নৃত্য পরিবেশন করলেন, সঙ্গে দিলেন অসাধারণ এক্সপ্রেশন। ভিডিওটিতে, ওই যুবতী এই নাচটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে।
এই গানের প্রতিটি লাইনের সঙ্গে তিনি তাল মিলিয়ে নাচ করলেন। আর এই সুন্দরী যুবতীর ফিগারও একদম ছিপছিপা। তাঁর ফিগারে নেই এক টুকরো মেদ, তাঁর অসাধারণ এক্সপ্রেশন, কোমরের ঠুমকা এবং শরীরি হিল্লোল মাত করে দিল সোশ্যাল মিডিয়াকে। তাইতো এই ভিডিওটি এখনো পর্যন্ত কয়েক হাজারের বেশি মানুষজন দেখে ফেলেছেন। Dance Star Mou নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট হয়েছে। এই মেয়েটি মাঝে মাঝেই তাঁর নৃত্যের ডালি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।